মৃত্যুঞ্জয়ের ফিফটি, সুমন খানের ৩ উইকেট

আকবর-দিপুর ব্যাটে লড়ছে টিম 'এ'
Vinkmag ad

টিম ‘এ’ এর করা ৭ উইকেটে ৪০৬ রানের জবাব বেশ ভালোভাবেই দিচ্ছিল টিম ‘বি’। তবে হুট করেই খেই হারিয়েছে তারা। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দুই দলে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচে অবশ্য দাপট দেখাচ্ছে ব্যাটসম্যানরা।

আজ (৩ নভেম্বর) দিনের শুরুতেই ভালো কিছুর ইঙ্গিত দেন টিম ‘বি’ এর দুই ওপেনার নাইম শেখ ও পারভেজ হোসেন ইমন। ইমন ৩৫ রান করে ফিরলেও অধিনায়ক নাইম শেখ ছিলেন সাবলীল।

হাসান মুরাদের বলে সাজঘরে ফেরার আগে করেছেন ৮৩ রান। তাকে সঙ্গ দেওয়া মাহিদুল ইসলাম অঙ্কনও (৬) ফিরেছেন মুরাদের দ্বিতীয় শিকার হয়ে।

এরপরই অবশ্য জমে ওঠে তৌহিদ হৃদয় ও মৃত্যুঞ্জয় চৌধুরীর জুটি। ফিফটি তুলে নিয়ে আউট হয়েছেন মৃত্যুঞ্জয়। ৮৪ বলে ৪ চার, ৩ ছক্কায় ৫৪ রান করে আউট হন তিনি। ৭৯ বলে ২ চার ও ১ ছক্কায় ৪২ রান করে আউট হন তৌহিদ হৃদয়।

টিম ‘বি’ এর দলীয় সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৫০ রান। রিশাদ ৫ ও শরিফুল কোন রান না করে সাজঘরে ফিরেছেন। সুমন খান নিয়েছেন ৩ উইকেট (প্রতিবেদন হালনাগাদের সময়)।

এর আগে প্রথমদিন আকবর আলির সেঞ্চুরি এবং শাহাদাত হোসেন দিপু ও শামীম হোসেন পাটোয়ারীর জোড়া হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪০৬ রান তোলে টিম ‘এ’।

৯৭ প্রতিবেদক

Read Previous

ক্রিকেটকে বিদায় বলে দিলেন শেন ওয়াটসন

Read Next

তামিমদের পিএসএল খেলতে যেতে দিতে আপত্তি নেই বিসিবির

Total
0
Share