ক্রিকেটকে বিদায় বলে দিলেন শেন ওয়াটসন

অবসরের ঘোষণা দিলেন শেন ওয়াটসন
Vinkmag ad

সবধরণের ফরম্যাট মিলে ২০ মৌসুম ও ৭৪৫ ম্যাচ খেলার পর শেন ওয়াটসন খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিলেন আনুষ্ঠানিকভাবে।

৩৯ বছর বয়সী এই সাবেক অজি অলরাউন্ডার দুবাই থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে অবসরের ঘোষণা দেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবকিছুর শুরুটা হয়েছিল একটা স্বপ্ন নিয়ে। এক টেস্ট দেখতে যেয়ে পাঁচ বছর বয়সী আমি আমার মা কে বলেছিলাম আমি অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলতে চাই।

এখনা আমি আনুষ্ঠানিকভাবে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। আমি খুবই ভাগ্যবান নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে পেরে।

আমি সত্যিই মনে করি এটাই বিদায় বলার সঠিক সময়। আমি আমার শেষ ক্রিকেট ম্যাচ খেলে ফেলেছি আমার প্রিয় চেন্নাই সুপার কিংসের হয়ে, যারা গত তিন বছর ধরে আমার প্রতি খুবই সদয় ছিল।

যখন ভাবি আমি এত ইনজুরির পরেও ৩৯ বছর বয়সে এসে খেলা ছাড়ছি তখন নিজেকে অতিমাত্রায় ভাগ্যবান মনে হয়।’

প্রায় ৪ মিনিটের ভিডিও বার্তায় পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ, সমর্থক সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়াটসন।

২০০০/২০০১ মৌসুমে ক্রিকেট ক্যারিয়ার শুরু করা ওয়াটসনের অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ২০০২ সালে (সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে)। ২০১৬ সালে শেষবার অস্ট্রেলিয়া দলকে প্রতিনিধিত্ব করা ওয়াটসন অজিদের হয়ে ৫৯ টেস্ট, ১৯০ ওয়ানডে ও ৫৮ টি টি-টোয়েন্টি খেলেছেন।

ক্যারিয়ার জুড়ে ১৩৭ প্রথম শ্রেণির ম্যাচ, ২৬৫ লিস্ট-এ ম্যাচ ও ৩৪৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়াটসন। রান করেছেন যথাক্রমে ৯৪৫১, ৭৯১৫ ও ৮৮২১। বল হাতে উইকেট নিয়েছেন যথাক্রমে ২১০, ২১৩ ও ২১৬ টি।

৯৭ ডেস্ক

Read Previous

আক্ষেপে পুড়ে সাজঘরে অধিনায়ক নাইম শেখ

Read Next

মৃত্যুঞ্জয়ের ফিফটি, সুমন খানের ৩ উইকেট

Total
0
Share