

আগেরদিন সেঞ্চুরি মিস করেছেন টিম ‘এ’ এর শাহাদাত হোসেন দিপু। আজ (৩ নভেম্বর) টিম ‘এ’ এর অধিনায়ক নাইম শেখও পুড়ছেন তিন অঙ্ক ছুঁতে না পারার আক্ষেপে।
৭ উইকেটে টিম ‘এ’ এর তোলা ৪০৬ রানের বিপরীতে টিম ‘বি’ও ভালো শুরু পেয়েছে। অধিনায়ক নাইম শেখের ব্যাটে দল শক্ত ভীতই পাচ্ছিল। তবে তাকে ফিরতে হয়েছে সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থেকে।
ওপেনার পারভেজ হোসেন ইমন ৩৫ রান করে বিদায় নিলে নাইম শেখ ও মাহিদুল ইসলাম অঙ্কনের জুটিতে পথ দেখে টি ‘বি’। যদিও জুটিতে অঙ্কনের অবদান মাত্র ৬।
স্পিনার হাসান মুরাদের শিকার হয়ে নাইম ৮৩ রানে সাজঘরে ফেরেন। এরপর তাকে অনুসরণ করেন অঙ্কনও।
এই প্রতিবেদন লেখার সময় টিম ‘বি’ এর সংগ্রহ ৪৬ ওভারে তিন উইকেট হারিয়ে ১৫১।
আগেরদিন আকবর আলির সেঞ্চুরির সাথে শাহাদাত হোসেন দিপুর ৯৪ রানে বড় সংগ্রহ পায় টিম ‘এ’। শেষদিকে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী।
৭ উইকেটে ৪০৬ রানে প্রথম দিন শেষ করেছি আফিফ হোসেনের নেতৃত্বাধীন টিম ‘এ’। দুই দিনের প্রস্তুতি ম্যাচ বলে প্রতিপক্ষকে ব্যাটিং অনুশীলনের পর্যাপ্ত সুযোগ দিতে আজ দ্বিতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি টিম ‘এ’।