

হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের নিজেদের মধ্যে ভাগ হয়ে চলমান দুইদিনের প্রস্তুতি ম্যাচে দাপট দেখাচ্ছে ব্যাটসম্যানরা। ৭ উইকেটে ৪০৬ রান তুলে আগের দিন শেষ করে টিম ‘এ’। আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নামা টিম ‘বি’ এর শুরুটাও ভালো হয়েছে।
প্রতিপক্ষের ৪০৬ রানের বিপরীতে ইতোমধ্যে ৩৩ ওভারে টিম ‘বি’ তুলেছে ১ উইকেটে ১০৮ রান। ওপেন করতে নেমে ফিফটি তুলে নেওয়া অধিনায়ক নাইম শেখ ছুটছেন সেঞ্চুরির পথে। ব্যাট করছেন ৬৫ রানে। তাকে সঙ্গ দেওয়া উইকেট রক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন ব্যাট করছেন ১ রানে।
অন্যদিনে আরেক ওপেনার পারভেজ হোসেম ইমন ফিরেছেন ৩৫ রান করে। ইমনকে সাজঘরের পথ দেখিয়েছেন টিম ‘এ’ এর বাঁহাতি অর্থোডক্স রাকিবুল হাসান।
আগেরদিন আকবর আলির সেঞ্চুরির সাথে শাহাদাত হোসেন দিপুর ৯৪ রানে বড় সংগ্রহ পায় টিম ‘এ’। শেষদিকে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী।
৭ উইকেটে ৪০৬ রানে প্রথম দিন শেষ করেছি আফিফ হোসেনের নেতৃত্বাধীন টিম ‘এ’। দুই দিনের প্রস্তুতি ম্যাচ বলে প্রতিপক্ষকে ব্যাটিং অনুশীলনের পর্যাপ্ত সুযোগ দিতে আজ দ্বিতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি টিম ‘এ’।
আপডেট- আক্ষেপে পুড়ে সাজঘরে নাইম শেখ