লিটন-সৌম্য ইস্যুতে কোচদের পথে হাঁটবে বিসিবি

লিটন-সৌম্য ইস্যুতে কোচদের পথে হাঁটবে বিসিবি
Vinkmag ad

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ১৫ নভেম্বর। টিভি সম্প্রচার স্বত্ব ও দল গোছানো সহ নানা কার্যক্রম সম্পন্ন করতে গিয়ে ৭-১০ দিন পেছানোর সম্ভাবনাও রয়েছে। কিন্তু সেটি যে ২৫ নভেম্বরের আগে হচ্ছে তা এক প্রকার নিশ্চিত। আর এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) ছুটি নিয়ে দুবাই ভ্রমণে লিটন কুমার দাস ও সৌম্য সরকার।

আগামী ৪ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত তাদের ছুটি মঞ্জুর করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। তবে বিদেশ ফেরতদের ক্ষেত্রে সরকারি ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়ম বাধ্যবাধকতায় বিতর্কের সুরে বাজছে। মূলত ১০ নভেম্বর দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হলে এই দুই ক্রিকেটারের টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুর অংশ মিস করাটা নিশ্চিত।

আর এই ইস্যুতেই বিদেশি কোচদের পথে হাঁটতে চায় বিসিবি। সরকারি অনুমতি সাপেক্ষে জাতীয় দলের বিদেশি কোচরা বাংলাদেশে এসে থাকতে হয়নি ১৪ দিনের কোয়ারেন্টাইনে। করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হয়েই কাজ শুরু করেছেন শিষ্যদের সাথে।

সৌম্য সরকার ও লিটন দাসের ক্ষেত্রেও ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যবাধকতার প্রশ্ন আসলে সরকারি অনুমতি চাইবে বিসিবি। আর তেমন কিছু হলে পাঁচ দলীয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুরু থেকেই খেলার সুযোগ পাবে জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী বলেন, ‘আসলে ১৪ দিনের কোয়ারেন্টিনের বিষয়টি সরকারের সিদ্ধান্ত। সেটি যদি সরকার বাধ্যতামূলক করে তা করতেই হবে। তবে আমরা যেটা করছি সরকারকে জরুরি ও জাতীয় প্রয়োজনে চিঠি দিচ্ছি। যেমন কোচদের কোয়ারেন্টিন শিথিল করেছে আমাদের চিঠি পেয়ে।’

‘আমরা যা করেছি তাদের আরো একটি কোভিড-১৯ টেস্ট করিয়ে দেখেছি নেগেটিভ। তারা কাজ শুরু করেছেন। এখন সৌম্য ও লিটনকে নিয়ে আমরা চিঠি দেবো যেন শিথিল করা হয়। সরকার যদি মনে করে তারা আমাদের জাতীয় প্রয়োজন তাহলে তারা সেইভাবে সিদ্ধান্ত নিবে।’

উল্লেখ্য, ইতোমধ্যে সহধর্মিনীকে নিয়ে দুবাই পৌঁছেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। আগামী ৫ নভেম্বর সেখানে সস্ত্রীক পৌঁছানোর কথা রয়েছে বাঁহাতি ব্যাটসমায়ন সৌম্য সরকারেরও। দুজনেই পূজার সময় বিসিবি প্রেসিডেন্টস কাপে ব্যস্ত ছিলেন। ফলে টুর্নামেন্ট শেষে বোর্ডের কাছ থেকে পেয়েছেন ৭ দিনের ছুটি।

৯৭ প্রতিবেদক

Read Previous

কোলকাতা-হায়দ্রাবাদকে অপেক্ষায় রেখে প্লে অফে দিল্লি-ব্যাঙ্গালোর

Read Next

সেঞ্চুরির পথে নাইম শেখ

Total
0
Share