

নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৯ উইকেটে হেসেখেলে জিতেছে ধোনির চেন্নাই সুপার কিংস। আর তার ফলে প্লে অফের স্বপ্ন শেষ হয়ে যায় পাঞ্জাবের। চেন্নাইয়ের বিরুদ্ধে হারের ফলে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এবারের মতো আইপিএল থেকে বিদায় নিতে হয় পাঞ্জাবকে। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে টুইটারে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে দলের তারকা ক্রিকেটাররা।
কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এবারের আইপিএল মাতানো লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল ও জিমি নিশামরা টুইটে ধন্যবাদ জানিয়েছেন কিংস ইলেভেন ফ্র্যাঞ্চাইজিকে, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এতোদূর সাপোর্ট করে নিয়ে আসার জন্যে।
Signing off ????. Thank you to all our fans for sticking with us when we needed it the most, we love you and we would be back to make you guys proud #saddapunjab ❤️ @ Sofitel Dubai The Palm https://t.co/OAkN9uE6WJ
— nicholas pooran #29 (@nicholas_47) November 1, 2020
Thank you so much for the support this year @lionsdenkxip fans!! Unfortunately it wasn’t our year, but so many good signs heading forwards! Our time is coming!!! T20 is a fickle game sometimes… #believe
— Glenn Maxwell (@Gmaxi_32) November 1, 2020
Plz continue to watch @IPL even though my season has come to an end. Thank you ???? #UniverseBoss
— Chris Gayle (@henrygayle) November 2, 2020
Very hard to swallow something like tonight. The belief that we could win this competition was always evident in the @lionsdenkxip. Even afterwards it feels more like disbelief than disappointment. Thanks to all the fans even though you weren’t there. Next season, I promise ????
— Jimmy Neesham (@JimmyNeesh) November 1, 2020
Won together, lost together, fought together and we will be back stronger together ????????❤️ @lionsdenkxip pic.twitter.com/77uTb91ikd
— K L Rahul (@klrahul11) November 2, 2020
Not an ideal way we would have prefered to finish the season but it's been a wonderful campaign for all of us. On a personal front, it felt great to get back out there doing what I love the most.
Thank you for always believing in us, #SaddeFans ????#SaddaPunjab #IPL2020 pic.twitter.com/FHYhTbMwlG
— Mayank Agarwal (@mayankcricket) November 2, 2020
পাঞ্জাব এবার শুরু থেকেই বিপাকে। একের পর এক ম্যাচে হার। ক্রিস গেইলের মতো তারকা দলে থাকা সত্ত্বেও প্রথমদিকে খেলায়নি পাঞ্জাবের ম্যানেজমেন্ট। গেইল অবশ্য সুযোগ পেতেই বুঝিয়ে দিয়েছেন, তাঁকে না খেলানো পাঞ্জাবের অন্যতম ভুল ছিল! খাদের কিনারায় থাকা সত্ত্বেও পাঞ্জাব লড়াই করছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে পারলে হয়তো হিসেব অন্যরকম হতে পারত। এদিন হারের পরে প্লে অফে ওঠার সম্ভবনা শেষ কিংসদের।
♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️ Sadde Kings ♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️#SaddaPunjab #IPL2020 #KXIP pic.twitter.com/drR07u8CJU— Kings XI Punjab (@lionsdenkxip) November 1, 2020