টুইটারে ম্যাক্সওয়েল, পুরানদের আবেগী বার্তা

টুইটারে ম্যাক্সওয়েল, পুরানদের আবেগী বার্তা
Vinkmag ad

নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৯ উইকেটে হেসেখেলে জিতেছে ধোনির চেন্নাই সুপার কিংস। আর তার ফলে প্লে অফের স্বপ্ন শেষ হয়ে যায় পাঞ্জাবের। চেন্নাইয়ের বিরুদ্ধে হারের ফলে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এবারের মতো আইপিএল থেকে বিদায় নিতে হয় পাঞ্জাবকে। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে টুইটারে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে দলের তারকা ক্রিকেটাররা।

কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এবারের আইপিএল মাতানো লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল ও জিমি নিশামরা টুইটে ধন্যবাদ জানিয়েছেন কিংস ইলেভেন ফ্র‍্যাঞ্চাইজিকে, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এতোদূর সাপোর্ট করে নিয়ে আসার জন্যে।

পাঞ্জাব এবার শুরু থেকেই বিপাকে। একের পর এক ম্যাচে হার। ক্রিস গেইলের মতো তারকা দলে থাকা সত্ত্বেও প্রথমদিকে খেলায়নি পাঞ্জাবের ম্যানেজমেন্ট। গেইল অবশ্য সুযোগ পেতেই বুঝিয়ে দিয়েছেন, তাঁকে না খেলানো পাঞ্জাবের অন্যতম ভুল ছিল! খাদের কিনারায় থাকা সত্ত্বেও পাঞ্জাব লড়াই করছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে পারলে হয়তো হিসেব অন্যরকম হতে পারত। এদিন হারের পরে প্লে অফে ওঠার সম্ভবনা শেষ কিংসদের।

৯৭ ডেস্ক

Read Previous

ক্রিস লিনের বদলে তামিম, মইন আলির বদলে মাহমুদউল্লাহ

Read Next

যেমন ছিল ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্টের ট্রায়াল

Total
0
Share