

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস প্রথমবারের মত খেলবেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ। এর আগে পিএসএল খেলা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও খেলবেন প্লে অফে। মোট ২১ জন বিদেশি ক্রিকেটার নিশ্চিত করেছেন তাদের খেলার কথা।
২০১৭ সালের পিএসএল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির হয়ে খেলবেন ফাফ ডু প্লেসিস। ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
এছাড়া লিয়াম ডসনের জায়গায় হারদুস ভিলজিওনকে দলে টেনেছে পেশোয়ার।
ওপেনিং স্লটে ক্রিস লীনকে পাচ্ছে না লাহোর কালান্দার্স। তার শুন্যস্থান পূরণ করবেন তামিম ইকবাল। এর আগে পেশোয়ার জালমির হয়ে খেলা তামিম লাহোরের সাফল্যে অবদান রাখতে চান।
‘পিএসএলে ফিরতে আমার তর সইছে না। লাহোর কালান্দার্স দারুণ একটা সময় কাটিয়েছে। আমি আমার দলকে এবছর ট্রফি জেতাতে সাহায্য করতে চাই।’
We welcome Bangladesh’s opening batsman @TamimOfficial28 in the Qalandars squad who will be replacing Chris Lynn in #HBLPSL!#DamaDamMast #MainHoonQalandar Dilse pic.twitter.com/HvSGVQdGsX
— Lahore Qalandars (@lahoreqalandars) November 2, 2020
মাহমুদউল্লাহ রিয়াদ যোগ দিচ্ছেন টেবিল টপার মুলতান সুলতান্সে। মইন আলির বদলে তাকে দলে টেনেছে মুলতান। ফ্যাবিয়ান অ্যালেনের বদলে মুলতানে খেলবেন অ্যাডাম লিথ।
মাহমুদউল্লাহ বলেন, ‘পিএসএলে খেলাটা সম্মানের। এবছর ক্রিকেট খেলাটা একটু ভিন্ন ভাবে খেলা হচ্ছে। আমি আমাদের সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।’
এর আগে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ।
ক্রিস জর্ডানের বদলে শেরফানে রাদারফোর্ডকে দলে টেনেছে করাচি কিংস।
প্লে অফে খেলবে মোট ২১ বিদেশি। যার ৭ জন দক্ষিণ আফ্রিকার, ৬ জন ইংল্যান্ডের, ৪ জন ওয়েস্ট ইন্ডিজের, ২ জন বাংলাদেশের, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ১ জন করে।
পিএসএলের ৫ম আসর মার্চের ১৭ তারিখ স্থগিত হয় করোনা ভাইরাসের কারণে। ততদিনে রাউন্ড রবিন স্টেজের খেলা শেষ হয়ে গিয়েছিল।
আগামী ১৪ তারিখ শুরু হবে পিএসএল-৫ এর প্লে অফ। সেদিন কোয়ালিফায়ারে করাচি কিংসের মুখোমুখি হবে মুলতান সুলতান্স। টুর্নামেন্ট শেষ হবে ১৭ নভেম্বর ফাইনাল দিয়ে।
প্লে অফের চার দলের স্কোয়াড-
মুলতান সুলতান্স- মাহমুদউল্লাহ রিয়াদ, রাইলি রুশো, মোহাম্মদ ইরফান, জিশান আশরাফ, রবি বোপারা, শহীদ আফ্রিদি, সোহেল তানভির, হুনাইদ খান, জেমস ভিন্স, খুশদিল শাহ, উসমান কাদির, অ্যাডাম লিথ, শান মাসুদ, আলি শফিক, রোহেল নাজির, মোহাম্মদ ইলিয়াস, ইমরান তাহির ও বিলওয়াল ভাট্টি।
করাচি কিংস- অ্যালেক্স হেলস, বাবর আজম, মোহাম্মদ আমির, শেরফানে রাদারফোর্ড, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, শারজিল খান, ক্যামেরুন দেলপোর্ত, আমির ইয়ামিন, মোহাম্মদ রিজওয়ান, উমাইদ আসিফ, চ্যাডউইক ওয়ালটন, ওয়াকাস মাকসুদ, উসামা মির, আরশাদ ইকবাল, উমের খান, মিচেল ম্যাকলেনাঘান ও আওয়াইজ জিয়া।
লাহোর কালান্দার্স- তামিম ইকবাল, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ডেভিড ভিসা, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান শিনওয়ারি, সামিত প্যাটেল, হারিস রউফ, সোহেল তানভির, আগা সালমান, বেন ডাঙ্ক, ফারজান রাজা, জাহিদ আলি, আবিদ আলি, মোহাম্মদ ফাইজান, মাজ খান, ড্যান ভিলাস ও দিলবার হুসাইন।
পেশোয়ার জালমি- ওয়াহাব রিয়াজ, হাসান আলি, ফাফ ডু প্লেসিস, কার্লোস ব্র্যাথওয়েট, শোয়েব মালিক, কামরান আকমল, হারদুস ভিলজিওন, ড্যারেন স্যামি, ইমাম উল হক, মোহাম্মদ মহসীন, রাহাত আলি, ইয়াসির শাহ, আদিল আমিন, উমর আমিন, খুররম শেহজাদ, আমির আলি, লিয়াম লিভিংস্টোন ও হায়দার আলি।
Talk about squad goals! ????????
More here about the exciting squads for the playoff stage games: https://t.co/8oW4VVyK8Y#PhirSeTayyarHain #HBLPSLV pic.twitter.com/6hDxout6kn
— PakistanSuperLeague (@thePSLt20) November 2, 2020