আবেগী হয়ে চেন্নাই শিবিরে ওয়াটসনের অবসরের বার্তা

আবেগী হয়ে চেন্নাই শিবিরে ওয়াটসনের অবসরের বার্তা

অস্ট্রেলিয়ার সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন আইপিএলে তার ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসকে বলেছেন সবধরণের ক্রিকেট থেকে অবসর নিবেন তিনি। এমনটিই এক প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়া।

এক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া লেখে, ‘শেষ খেলা শেষে ড্রেসিং রুমে যখন শেন ওয়াটসন অবসরের কথা বলছিল তখন সে আবেগী হয়ে পড়েছিল। সে বলেছে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারা তার জন্য দারুণ কিছু।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন শেন ওয়াটসন। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর ২০১৮ সাল থেকে চেন্নাই সুপার কিংস দলের অংশ ওয়াটসন। সেবছর চেন্নাইয়ের শিরোপা জয়ের মিশনে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি।

ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করে ম্যান অব দ্য ফাইনাল হয়েছিলেন তিনি। ২০১৯ সালের আসরেও ফাইনালে দারুণ খেলেছিলেন তিনি। সেদফায় অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জিততে পারেনি চেন্নাই, তবে ইনজুরি নিয়েও দাতে দাত চেপে খেলা ওয়াটসন জুটিয়ে নিয়েছিলেন অনেক ভক্ত-সমর্থক।

২০১৮ সালে ৫৫৫, ২০১৯ সালের আইপিএলে ৩৯৮ রান করেছিলেন ওয়াটসন। ২০২০ সালে অবশ্য অতটা হাসেনি ওয়াটসনের ব্যাট। ১১ ইনিংসে ২৯৯ রান করেন তিনি।

আইপিএল ইতিহাসের অন্যতম সফল অলরাউন্ডার শেন ওয়াটসন। ১৪৫ ম্যাচে ৩৮৭৪ রান করার পাশাপাশি ৯২ উইকেট নিয়েছেন তিনি। চেন্নাই সুপার কিংস ছাড়াও খেলেছেন রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। ২০০৮ সালে রাজস্থান রয়্যালস শিরোপা জিতেছিল, ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন ওয়াটসন।

৯৭ ডেস্ক

Read Previous

আকবরের সেঞ্চুরি, দিপুর ‘৬’ রানের আক্ষেপ

Read Next

আকবরের সেঞ্চুরি, শামীমের তান্ডবে টিম ‘এ’ এর রানের পাহাড়

Total
0
Share