আকবরের সেঞ্চুরি, দিপুর ‘৬’ রানের আক্ষেপ

আকবর আলি
Vinkmag ad

দুজনেই সেঞ্চুরির পথে ছিলেন, তবে ৯৪ রানে সাজঘরে ফিরে মিস করেছেন শাহাদাত হোসেন দিপু। দিপু না পারলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন আকবর আলি।

মিরপুরে জমে উঠেছিল দুজনের জুটি। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা মিরপুরে দুই দলে ভাগ হয়ে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন।

আজ (১ নভেম্বর) প্রথম দিনে আগে ব্যাট করছেন আফিফ হোসেনের নেতৃত্বাধীন টিম- ‘এ’। টিম -‘বি’ এর নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান নাইম শেখ।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে টিম ‘এ’। ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে ৩৫ রান। পেসার রেজাউর রহমানের শিকার হয়ে তামিম ফিরলেও আরেক ওপেনার শাহাদাত হোসেন দিপু বেশ সাবলীলভাবেই খেলেছেন।

১২৯ রানে তিন উইকেট হারানো টিম ‘এ’ কে শক্ত ভীত গড়ে দিয়েছেন দিপু ও যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি। চা বিরতির আগেই দুজনে ফিফটি তুলে নেন।

দিনের তৃতীয় ও শেষ সেশনেও সাবলীলভাবে খেলছিলেন আকবর-দিপু। নোমান চৌধুরী সাগরের লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে দিপু ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে ১৪১ রানের জুটি। ফিরতে হয়েছে ৬ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে।

দিপুর আক্ষেপের পর অবশ্য তিন অঙ্কের দেখা পেয়েছেন আকবর আলি। ১৩৭ বলে ১৪ চার ২ ছক্কায় সেঞ্চুরিতে পৌঁছান উইকেট রক্ষক এই ব্যাটসম্যান। তাকে সঙ্গ দেওয়া শামীম পাটোয়ারী অপরাজিত আছেন ৩৪ রানে। এই প্রতিবেদন লেখার সময় দলীয় সংগ্রহ ৬৯ ওভার শেষে ৪ উইজেটে ৩২২।

এর আগে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের শিকার হয়ে ফিরেছেন তিন নম্বরে নামা মাহমুদুল হাসান জয়।

বেশ দারুণ কিছু শট খেলা এই ব্যাটসম্যান শরিফুলের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে অবশ্য ভুগছিলেন। যার শেষ পরিণতি হয় স্লিপে দাঁড়ানো রিশাদ হোসেনের হাতে দেওয়া ক্যাচ।

আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩০ রান। তার বিদায়ের পর ক্রিজে আসা অধিনায়ক আফিফ হোসেন অবশ্য বেশিক্ষণ টিকেননি। রেজাউর রহমানের লেগ বিফোর হয়েছেন ১২ রান করে।

৯৭ প্রতিবেদক

Read Previous

আকবর-দিপুর জোড়া ফিফটি

Read Next

আবেগী হয়ে চেন্নাই শিবিরে ওয়াটসনের অবসরের বার্তা

Total
0
Share