

এবারের আইপিএলের সবচেয়ে দামি বিদেশ ক্রিকেটার প্যাট কামিন্স। কিন্তু প্রথম ৫ ম্যাচে কামিন্স ছিলেন উইকেটশূন্য। এরপর ফিরেছেন দারুণভাবে। ১৪ ম্যাচ শেষে তার নামের পাশে উইকেট সংখ্যা ১২। গতরাতে দুর্দান্ত কামিন্সে ভর করেই প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো নাইট রাইডার্সরা।
দলের প্রয়োজনের সময় ঠিকই শেষ রাতে জ্বলে উঠলেন প্যাট কামিন্স। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কামিন্স নিজের ৪ ওভারে ৩৪ রান দিয়ে তুলে নিলেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। তার শিকারের তালিকায় ছিল রবিন উথাপ্পা, বেন স্টোকস, স্টিভ স্মিথ এবং রিয়ান পরাগ। এটিই এবারের আসরে কামিন্সের সেরা বোলিং পারফর্ম্যান্স।
Personal best figures in IPL ✅
Playoffs in sight ????A night to remember for @patcummins30 ????#CarnageCummins #KKRHaiTaiyaar #Dream11IPL #KKRvRR pic.twitter.com/cuTlSLvAVU
— KolkataKnightRiders (@KKRiders) November 1, 2020
ম্যাচ শেষে আইপিএল ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে কামিন্স জানান,
“প্রথম কয়েকটি বল ভালো ছিলো না। যতক্ষণ না নিজের সেরা জায়গাগুলোতে বোলিং করতে পারবেন, আবার ফিরে যাবেন চেষ্টা করবেন। টপ অফ (অফ স্টাম্প) সবসময় আমার পক্ষে এই অঞ্চল কিছুটা সহায়ক (নতুন বলে পিচ থেকে সাহায্যের জন্য)।”
“তাই আমি যতটা পারব সেখানে অনেকটা পাওয়ার চেষ্টা করছিলাম … এমন সব উইকেট (স্টোকস, স্মিথ, উথাপ্পা) পাওয়ার আশা করিনি বলে মনে করি না। কিছু দিন আপনি ভাল বোলিং করেন এবং ভাগ্য সহায়ক পাবেন না। কিছু দিন আপনি কিছুটা ভাগ্য পেলেন পাশাপাশি বোলিংও ভাল হবে।”
টুর্নামেন্ট শুরুর সময় কামিন্স বাজে পারফর্ম্যান্সের জন্য নিজের উপর চাপ সৃষ্টি করেছিলেন এবং সময় পরিবর্তনে টুর্নামেন্টের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করেছেন। এভাবেই উন্নতি এসেছে কামিন্সের,
“আজ সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমার ধারণা মৌসুমের প্রথম দিকে, আমি নিজের উপর অনেক চাপ চাপিয়ে দিয়েছি। টুর্নামেন্টটি এগিয়ে যাওয়ার সাথে সাথে আমি আরও উন্নত হয়ে উঠছি। এবং সবসময় শিখছি।”
তবে ভাগ্য কিছুটা সহায় হলে প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যেতে পারে কোলকাতার। আপাতত ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে আছে কোলকাতা। পরিসংখ্যান বলছে, আজ ব্যাঙ্গালোর ও দিল্লির ম্যাচে যে কোনও দল বড় ব্যবধানে হারলে প্লে-অফের রাস্তা খুলে যেতে পারে নাইটদের সামনে। অন্যদিকে মঙ্গলবারের ম্যাচে মুম্বাইয়ের কাছে সানরাইজার্স হায়দ্রাবাদ যদি হেরে যায়, তাহলে সরাসরি প্লে–অফে চলে যাবে কোলকাতা নাইট রাইডার্স।