স্কুলে ‘অংক’ পছন্দ ছিল না আর্চারের, স্টোকস হতেন রাগবি খেলোয়াড়

স্টোকস-আর্চার রাজস্থান রয়্যালস

“রয়্যালস র‍্যাপিড ফায়ার উইথ বেন স্টোকস, জফরা আর্চার”। রাজস্থান রয়্যালস ফ্র‍্যাঞ্চাইজির এই স্পেশাল আয়োজনে বেন স্টোকস ও জফরা আর্চার একে অপরকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে, উত্তর দেয়।

জফরা আর্চার বেন স্টোকসকে প্রশ্ন করেন তাঁর সম্পর্কে একটি ভালো ও আরেকটি মন্দ দিক বলতে। বেন স্টোকস জানান, ভালো দিক তুমি আমার দলের। আর মন্দ দিক হলো তুমি চাঁদের মানুষ (অন্য গ্রহের)!

বেন স্টোকস তার পছন্দের বলিউড গানের নাম বলেছে- ‘দিল ধাড়াকনে দো’ সিনেমার ‘গালান গুডিয়া’। স্টোকসের সেলেব্রিটি ক্রাশ কে? জানতে চান জফরা আর্চার। স্টোকস কিছুক্ষণ অপেক্ষা করে বলেন- জেনিফার এনিস্টন। কিন্তু আর্চার এই নামে যে তাঁকে চিনেই না। বলে ওঠেন, কে সে?! অবাক হয়ে গেলেন বেন স্টোকস।

এরপর স্টোকস বলেন, মেয়েটি হচ্ছে ফ্রেন্ডস টিভি শোতে রেইচেল গ্রিন চরিত্রে অভিনয় করা।

আর্চারের প্রশ্ন ছিল, তোমার সঙ্গে খেলা সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড় কে? স্টোকসের দ্রুত উত্তর জস বাটলার।

স্টোকসের প্রশ্নে আর্চার বলেন তাঁর জীবনে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে ‘এক্সবক্স’। আর্চারের এক্সবক্সের প্রতি ভালবাসা যে কোনও কিছুর চেয়েও বেশি। স্কুলে আর্চারের সবচেয়ে কঠিন এবং অপছন্দের বিষয় হলো গণিত। আর্চার সবচেয়ে বেশি মজা পান শারীরিক শিক্ষায়।

ক্রিকেটার না হলে জফরা আর্চার হতেন একজন ‘প্রফেশনাল ফুটবলার’। আর আর্চারের প্রশ্নে স্টোকস জানালেন ক্রিকেটার না হলে তিনি রাগবি খেলোয়াড় হতে চেষ্টা করতেন।

স্টোকস জানতে চান আর্চারের সবচেয়ে স্মরণীয় উইকেট কোনটি? আর্চার বলেন, মনে হয় অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের উইকেট। আর্চারের বলে বোল্ড হওয়ার আগের বলেই ট্রাভিস বাউন্ডারি মেরেছিলেন ওল্ড ট্রাফোর্ড টেস্টে।

আর্চারের পছন্দ কোনটা ইয়র্কার নাকি বাউন্সার? আর্চার জানালেন ইয়র্কার। তবে কোনো কোনো ক্ষেত্রে বাউন্সার ভালো।

স্টোকস আর্চারকে তার প্রিয় হিন্দি শব্দটি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, আর্চার উত্তরে বলেন- “জলদি”। তবে জফরা মজা করে বেনকে বলেছিল যে সে ‘বেন স্টোকস’ বলতে পারে। স্টোকসের নাম একটি হিন্দি শব্দের সাথে লিপ-সিঙ্ক করে বলা যায়, এটি সম্পর্কে স্টোকসও অবহিত। ইংলিশ এই অলরাউন্ডার হাসি দিয়ে উত্তর দিলেন, “আমার নামটি হিন্দি শব্দে পরিণত হয়েছে”।

আইপিএলের রাজস্থান রয়্যালস ফ্র‍্যাঞ্চাইজির হয়ে খেলছেন ইংল্যান্ড বিশ্বকাপ জয়ী দুই তারকা বেন স্টোকস ও জফরা আর্চার।

৯৭ ডেস্ক

Read Previous

প্লে অফের আশা জিইয়ে রাখল কোলকাতা

Read Next

আকবর-দিপুর ব্যাটে লড়ছে টিম ‘এ’

Total
0
Share