

দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেও এখনো প্লে-অফ নিশ্চিত করতে অপেক্ষায় থাকতে হচ্ছে দিল্লি ক্যাপিটালসকে। দলের টানা হারের সাথে দিল্লির কপালে চিন্তার ভাঁজ হয়ে আছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান রিশাব পান্ট। বিশেষ করে তার ফিটনেস দেখে হতাশ অস্ট্রেলিয়ান সাবেক অলরাউন্ডার টম মুডি।
পান্ট ১০ ম্যাচে ৩০.৪৪ গড়ে ১১২.২৯ স্ট্রাইক রেটে রান করেছেন ২৭৪। যা তার মানের আশেপাশে নয় বলে ধারণা অনেকেরই। টম মুডি বলছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান সেরা ফর্মে এবারের আইপিএল শুরু করতে পারেননি।
পান্টের বর্তমান ব্যাটিং ধরন ও ফিটনেস ৭০ কিংবা ৮০ এর দশকে হলে ঠিক ছিল বলে মনে করেন মুডি। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সে (পান্ট) যেভাবে আইপিএলে এসেছে তাতেই তার লাইনচ্যুত হয়েছে। আমার বোধগম্যতা বলে তার জায়গা যেখানে হওয়া উচিৎ ছিল সেখানে হয়নি।’
‘লকডাউনের সময়টা সবার জন্য যেমন চ্যালেঞ্জিং গিয়েছে সেটিকে আমি সম্মান করি। কিন্তু আমার কাছে এটা কোন অজুহাত হতে পারেনা। সত্যিকার অর্থেই কোন অজুহাত হয়না। আমরা ৭০ কিংবা ৮০ এর দশকে খেলছিনা।’
ব্যাট হাতে যতটা ব্যর্থ তার চাইতে উইকেটের পেছনে আরও অস্বস্তিতে রিশাব পান্ট। ফিটনেস ইস্যুতে ভিরাট কোহলিকে অনসুরণ করা উচিৎ ছিল ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের, এমনটাই মত টম মুডির।
সাবেক এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বলেন, ‘ভিরাট কোহলি অধিনায়কের প্রস্তুতি ও কল্যানে ভারতীয় দলে যে রোল মডেল তৈরি করেছে সেটি সবচেয়ে সেরা সুতরাং এখানে কোন অজুহাত হয়না। এটি পান্টকে কেবল শারীরিক নয় মানসিকভাবেও লাইনচ্যুত করেছে। এরপর সে চোটে পড়লো। আশ্চর্য, আশ্চর্য! আমি অবাক হয়েছে সে কেন চোটে পড়লো। কারণ তার বর্তমান কন্ডিশন এখন সেরকম যেখানে তার থাকার কথা ছিল।’
‘আপনাকে সংশ্লিষ্ট খেলোয়াড়ের মনযোগ পুনরুদ্ধার ও বুঝতে সাহায্য করতে হবে। বুঝুন এবং তার ভুলগুলোকে গ্রহণ করুন। এটাকে পাশ কাটিয়ে ইতিবাচকভাবে সামনের দিকে এগিয়ে নিন।’ যোগ করেন মুডি।