

মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফে কোয়ালিফাই করে প্রথম দল হিসেবে, নিশ্চিত হয়েছে সেরা দুইয়ে থাকাও। মাত্র ১১১ রানের টার্গেট দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩৪ বল বাকি থাকতেই টপকায় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে একাই ম্যাচ জেতালেন ইশান কিশান, ৪৭ বলে ৭২* রানের দারুণ এক ইনিংস।
(????) ???? pic.twitter.com/TrOwCc0p9n
— Mumbai Indians (@mipaltan) October 29, 2020
???????????????? Loving this sweep too, Kishan ????????#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL #DCvMI @ishankishan51 pic.twitter.com/2VZnND8Aya
— Mumbai Indians (@mipaltan) October 31, 2020
অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের কাছে এদিন জিতলেই ছিল প্লে অফ নিশ্চিত করার হাতছানি। প্লে-অফে পৌঁছনোর লড়াই কঠিন করে ফেললেন শ্রেয়াস আইয়াররা।
প্রথম ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে দিল্লির। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
প্রথম ওভারেই শূন্য করে প্যাভিলিয়নে ফিরে যান শিখর ধাওয়ান। তৃতীয় ওভারে শেষ বলে ১০ রান করে ফিরে যান পৃথ্বী শ। অধিনায়ক শ্রেয়াস কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও দলীয় ৫০ রানে তিনিও ফিরে যান।
এরপর আর কেউই বুমরাহ, বোল্টদের বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেননি। রিশাব পান্টের ২১ রান ছাড়া বাকিরা কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১১০ রানে শেষ হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস।
চার ওভার বল করে বুমরাহ দেন ১৭ রান এবং বোল্ট দেন মাত্র ২১ রান। দুই পেসারই ৩টি করে উইকেট শিকার করেন।
মাত্র ১১১ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন ডি কক এবং ইশান কিশান। ডি কক ২৬ রান করে আউট হলেও সুরিয়াকুমারের সঙ্গে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ইশান। ৪৭ বলে অপরাজিত ৭২ রান করেন তিনি। সুরিয়াকুমার যাদব অপরাজিত থাকেন ১২ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
দিল্লি ক্যাপিটালসঃ ১১০/৯ (২০ ওভার), শ্রেয়াস ২৫, রিশাব ২১, হেটমেয়ার ১১, পৃথ্বী ১০, অশ্বিন ১২, রাবাদা ১২; বুমরাহ ৩/১৭, বোল্ট ৩/২১, চাহার ১/২৪, নাথান কোল্টার ১/১৪
মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১১১/১ (১৪.২ ওভারে) ইশান ৭২*, ডি কক ২৬, সুরিয়াকুমার ১২*; নরকিয়া ১/২৫
ফলাফলঃ মুম্বাই ইন্ডিয়ান্স ৯ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ ইশান কিশান (মুম্বাই ইন্ডিয়ান্স)।