পাকিস্তানকে বড় স্কোর গড়তে দিল না জিম্বাবুয়ে

পাকিস্তানকে বড় স্কোর গড়তে দিল না জিম্বাবুয়ে
Vinkmag ad

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে পাকিস্তান। ঘরের মাঠে আগে ব্যাট করে বড় স্কোর ছুড়ে দিতে পারেনি বাবর আজমের দল।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি বাবর আজম, ওয়ানডে ফরম্যাটে বাবরের অধিনায়কত্বের অভিষেকে ৫০ ওভারি ক্রিকেটে অভিষেক হয় পেসার হারিস রউফের।

ইমাম উল হকের সঙ্গে এদিন ওপেন করতে নামেন আবিদ আলি। ১১ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি থেকে আসে ৪৭ রান। ৩০ বলে ৫ চারে ২১ রান করে চার্ল মুম্বার বলে লেগ বিফোর উইকেটের ফাদে পড়েন আবিদ। তিনে নেমে ভাল শুরুর আভাস দিলেও ১৯ রানের বেশি করতে পারেননি বাবর আজম। ১৮ বলে ৩ চারে ১৯ রান করে ব্লেসিং মুজারাবানির বলে উইকেটের পেছনে ব্রেন্ডন টেইলরকে ক্যাচ দেন তিনি।

 

View this post on Instagram

 

Caption it! #PAKvZIM

A post shared by cricket97 (@cricket97bd) on

ফিফটি পূর্ণ করে বড় স্কোর গড়ার পথে থাকা ইমাম উল হক সাজঘরে ফেরেন হাস্যকর রান আউটে কাটা পড়ে। ৭৫ বলে ৬ চারে ৫৮ রান করেন ইমাম। চারে নামা হারিস সোহেল আউট হবার আগে করেন দলীয় সর্বোচ্চ ৭১ রান। ৮২ বলে ৬ চার ও ২ ছক্কায় এই ইনিংস সাজান হারিস। এর আগে অবশ্য চিসোরোর জোড়া শিকার হন মোহাম্মদ রিজওয়ান (১৪) ও ইফতিখার আহমেদ (১২)।

শেষদিকে ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমের ব্যাটে মোটামুটি শক্ত পুঁজি পায় পাকিস্তান। ১৬ বলে ২৩ করে ফাহিম আউট হলেও ২৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ইমাদ। ৮ উইকেটে ২৮১ রান করে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

জিম্বাবুয়ের পক্ষে ২ টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা।

সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে)-

পাকিস্তান ২৮১/৮ (৫০), ইমাম ৫৮, আবিদ ২১, বাবর ১৯, হারিস ৭১, রিজওয়ান ১৪, ইফতিখার ১২, ফাহিম ২৩, ইমাদ ৩৪*, ওয়াহাব ৮, শাহীন শাহ ৮*;মুজারাবানি ৯-০-৩৯-২, মুম্বা ৮-০-৬৯-১, রাজা ৯-০-৪৫-১, চিসোরো ৫-০-৩১-২।

৯৭ ডেস্ক

Read Previous

পর্দা উঠেছে বঙ্গবন্ধু টি-১০ কাপের

Read Next

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তীকালীন বোর্ডে হারুন লরগাত

Total
0
Share