

২৮ অক্টোবর পর্দা উঠেছে বঙ্গবন্ধু কাপ ২০২০ টি-টেন টুর্নামেন্টের। ফার্মগেটের ইন্দিরা রোড ক্রীড়াচক্রের টি অ্যান্ড টি মাঠে শুরুর দিনে দুই ম্যাচের আগে হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
ইন্দিরা রোড ক্রিকেট অ্যাকাডেমি আয়োজিত বঙ্গবন্ধু কাপ ২০২০ টি-টেন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব জাবেদুর রহমান (দুরান), টুর্নামেন্ট কমিটির সভাপতি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার ইলিয়াস সানি।
এছাড়াও তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ হোসেন সুমন, ইন্দিরা রোড ক্রিকেট একাডেমির সহ সভাপতি আকরাম হোসেন সবুজ, টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) এর সভাপতি জুনায়েদ পাইকার ও বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের আবু জাহিদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
ইলিয়াস সানি এই টুর্নামেন্ট আয়োজনের জন্য টুর্নামেন্ট কমিটিকে ধন্যবাদ জানান।
এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসাবে থাকছে ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন, রানার আপ দলের জন্য থাকছে ৩২ ইঞ্চি এলইডি টিভি। এছাড়া টুর্নামেন্ট সেরা ও প্রতি ম্যাচের ম্যাচসেরাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
টুর্নামেন্ট সংক্রান্ত যেকোন জিজ্ঞাসায় যোগাযোগ- ০১৭২৭-৬৪৬০৮৮, ০১৭১২-৭৩৬৬৬১।