সুরিয়াকুমার যাদবের অনবদ্য ইনিংসে হাসতে হাসতে ব্যাঙ্গালোরোকে হারালো মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬৫ রান তাড়া করে ৫ বল বাকি থাকতে সুরিয়ার অপরাজিত ৭৯ রানে ভর করে ৫ উইকেটে ম্যাচ জিতল মুম্বাই। বোলিংয়ে বুমরাহর পর ব্যাটে সুরিয়ার দাপটে টেবিল টপে মুম্বাই।
Calmness.pic.twitter.com/eR6JQTeciK
— Mumbai Indians (@mipaltan) October 28, 2020
আইপিএল-এ প্রথম দল হিসেবে প্লে-অফে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলল মুম্বাই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচে মুম্বাইয়ের পয়েন্ট ১৬। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় টপে মুম্বাই।
অ্যারন ফিঞ্চের বদলে জস ফিলিপকে নামিয়েছিল ব্যাঙ্গালোর। রাহুল চাহারের বলে আউট হয়ে তিনি যখন ফিরলেন দল তখন দলীয় স্কোর ৭১। ২৪ বলে তিনি করেন ৩৩ রান। ইনিংসে রয়েছে চারটি ৪ এবং একটি ৬।
ওপেনার দেবদূত পাডিকাল ৪৫ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। তিনি অর্ধশতরান পূর্ণ করেন ৩০ বলে। এ বারের আইপিএলে তাঁর চতুর্থ পঞ্চাশ। একদিকে তিনি যখন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, অন্যদিক থেকে একের পর এক উইকেট হারাতে থাকে ব্যাঙ্গালোর। দুই ওপেনার ছাড়া কেউই বড় রান পাননি।
মুম্বাইয়ের হয়ে বলে এদিন সফল জাসপ্রীত বুমরাহ। ৪ ওভারে ১৪ রান খরচে বুমরাহ ৩টি উইকেট পান। ভিরাটকে আউট করে এদিন তিনি আইপিএল ক্যারিয়ারের ১০০তম উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট হাতে নেমে মারমুখী মেজাজে শুরু করলেও দুই ওপেনারের উইকেট দ্রুতই হারায় মুম্বাই। কুইন্টন ডি’কক ১৮ রানে এবং ইশান কিষাণ ২৫ রানে প্যাভিলিয়নে ফিরে যান। আর তারপরই শক্ত হাতে ম্যাচের হাল ধরেন সুরিয়াকুমার যাদব। আর সেই যে শুরু করলেন একা দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়ে দিলেন।
সুরিয়াকুমার ছাড়া আর সে ভাবে মুম্বাই দলের কেউ রান পাননি। সৌরভ তিওয়ারি ৫ রানে, ক্রুনাল পাণ্ডিয়া ১০ রানে এবং হার্দিক পাণ্ডিয়া ১৭ রানে আউট হয়ে যান।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৩ রান। মোহাম্মদ সিরাজের করা প্রথম বলেই চার মেরে মুম্বাইকে জয় এনে দেন সুরিয়াকুমার যাদব। ৭৯ রানে অপরাজিত থাকেন তিনি। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে এবং প্রথম দল হিসেবে শেষ শেষ চারে যাবার যোগ্যতা কার্যত অর্জন করে ফেলল মুম্বাই ইন্ডিয়ান্স।
ব্যাঙ্গালোরের হয়ে মোহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৬৪/৬ (২০ ওভার) পাডিকাল ৭৪, ফিলিপ ৩৩, ভিলিয়ার্স ১৫; বুমরাহ ৩/১৪, পোলার্ড ১/৫, বোল্ট ১/৪০
মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৬৬/৫ (১৯.১ ওভার) সুরিয়াকুমার ৭৯*, কিষাণ ২৫, ডি কক ১৮; সিরাজ ২/২৮, চাহাল ২/৩৭, মরিস ১/৩৬
ফলাফলঃ মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ সুরিয়াকুমার যাদব (মুম্বাই ইন্ডিয়ান্স)