নিউইয়র্কে সাকিবকে সংবর্ধনা, যা বললেন সাকিব

নিউইয়র্কে সাকিবকে সংবর্ধনা, যা বললেন সাকিব
Vinkmag ad

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আজ (২৮ অক্টোবর)। আগামীকাল থেকে মাঠের খেলায় ফিরতে আর কোন বাধা থাকবে না সাকিবের। এমন খুশির মুহূর্ত উদযাপন করছে সাকিব ভক্তরা।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা থেকে মুক্তি উপলক্ষে নিউইয়র্কে এক সংবর্ধনার আয়োজন করে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি, আয়োজকের দায়িত্বে ছিল শো টাইম মিউজিক।

ভীনদেশে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা হাসিমুখে গ্রহণ করেছেন বাংলাদেশের পোস্টারবয়। ২৭ অক্টোবর অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে আসা দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন সাকিব।

নিজের বক্তব্যে সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ যারা এসেছেন। এখানে অনেকবারই এসেছি, অনেকের সাথেই দেখা হয়েছে, পরিচয় হয়েছে। এই করোনার কারণে এবার অনেককেই আমরা দেখতে পাইনি। আমরা যাদের হারিয়েছি তাদের বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করবো। আমি আশা করব আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’

‘আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এখানের অনেকেরই কাছের মানুষ আজকে নেই। আমি দুঃখ প্রকাশও করছি এবং আশা করছি যারা আমরা সুস্থ আছি তারা যেনো সুস্থতা বজায় রেখে চলতে পারি। সবাই যার যার জায়গা থেকে আমাদের যে দায়িত্বগুলো আছে তা পালন করতে পারি। আমরা অন্যদেরকে অ্যাফেক্ট না করি, নিজেরাও অ্যাফেক্টেড না হই। এভাবেই কেবল আমরা এই যুদ্ধে জয়ী হতে পারি বলে আমি মনে করি।’

‘আপনারা যারা এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ। আলম ভাইকে (আয়োজক) বিশেষ ধন্যবাদ দিতেই হয়। প্রতিবার যখন নিউইয়র্কে আসি আপনাদের সাথে দেখা হয়েই যায় যেটা আমার জন্য খুবই বড় একটা ব্যাপার, বড় একটা পাওয়া। আপনাদের এই ভালবাসা, আন্তরিকতা আমার সবসময় অনুপ্রেরণা হিসাবে কাজ করে।’

‘আশা করছি আপনারা আন্তরিকতা, ভালবাসা, সাপোর্ট সবসময় আমাদেরকে দিবেন। আমাকে, বাংলাদেশের ক্রিকেটকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে ইনফ্যাক্ট। যেভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমি আমার সেক্টরকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করব, আপনারাও আপনাদের জায়গা থেকে এগিয়ে নেবার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।’

৯৭ ডেস্ক

Read Previous

ভারতের অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত

Read Next

দেশে ফিরে মাঠের প্রক্রিয়া নিয়ে রূপরেখা তৈরি করবেন সাকিব

Total
0
Share