

ভারতের অস্ট্রেলিয়া সফর বহুল প্রতীক্ষিত। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পর থেকে এই সিরিজ নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। অবশেষে এই লম্বা সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১ দিন আগে তিন ফরম্যাটের স্কোয়াডও ঘোষণা করেছে ভারত।
বোর্ডার-গাভাস্কার ট্রফির যুদ্ধ শুরু হবে ১৭ ডিসেম্বর, অ্যাডিলেড ওভালে প্রথমবারের মত একে অপরের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট খেলবে দুই দল। বাকি ৩ টেস্ট হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও দ্য গ্যাবায়।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে গ্যালারিতে দর্শক ফেরাতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। আনুমানিক ২৫ হাজার দর্শক ফেরাতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘এমসিজিতে বক্সিং ডে টেস্টের জন্য আমরা ভিক্টোরিয়ান সরকার ও মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সাথে কাজ করছি- এই আইকনিক ইভেন্টে নিরাপদ উপায়ে দর্শক ফেরাতে।’
দুই দলের লড়াই শুরু হবে অবশ্য ২৭ নভেম্বর, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে সেদিন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দিবা-রাত্রির ম্যাচে লড়বে ভিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চের দল। ২৯ নভেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে, ২ ডিসেম্বর মানুকা ওভালে তৃতীয় ও শেষ ওয়ানডে।
৪ ডিসেম্বর থেকে মানুকা ওভালে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩ ম্যাচের সিরিজের বাকি দুই ম্যাচ হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৬ ও ৮ ডিসেম্বর।
সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় দল ১২ নভেম্বর সিডনিতে পৌঁছাবে। ২৭ নভেম্বর প্রথম ম্যাচের আগ অব্দি সিডনিতেই কোয়ারেন্টাইনে থাকবে ভিরাট কোহলি অ্যান্ড কোঃ।
অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে সিরিজের সূচিঃ
১ম ওয়ানডে- ২৭ নভেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড (দিবা-রাত্রি)
২য় ওয়ানডে- ২৯ নভেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড (দিবা-রাত্রি)
৩য় ওয়ানডে- ২ ডিসেম্বর, মানুকা ওভাল, ক্যানবেরা (দিবা-রাত্রি)
অস্ট্রেলিয়া-ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচিঃ
১ম টি-টোয়েন্টি- ৪ ডিসেম্বর, মানুকা ওভাল, ক্যানবেরা
২য় টি-টোয়েন্টি- ৬ ডিসেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড
৩য় টি-টোয়েন্টি- ৮ ডিসেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড
অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের সূচিঃ
১ম টেস্ট- ১৭-২১ ডিসেম্বর, অ্যাডিলেড ওভাল (দিবা-রাত্রি)
২য় টেস্ট- ২৬-৩০ ডিসেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
৩য় টেস্ট- ৭-১১ জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ড
৪র্থ টেস্ট- ১৫-১৯ জানুয়ারি, দ্য গ্যাবা, ব্রিসবেন।