

আগামী মাসে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। ইতোমধ্যে দলগুলোর জন্য স্পন্সরশিপ চেয়ে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) আহ্ববান করেছে বিসিবি।
সদ্য সমাপ্ত তিন দলীয় বিসিবি প্রেসিডেন্টস কাপের পরই টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে কাজ শুরু করেছে বিসিবি। ১৫ নভেম্বর থেকে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে। যদিও দল চূড়ান্ত সহ নানা কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে সম্ভাব্য তারিখ পেছানোর সম্ভাবনাও আছে।
গতকাল (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলগুলোর জন্য সনামধ্যন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, সংস্থা, এজেন্সি, কনসোর্টিয়াম ব্যক্তিদের বরাবর দরপত্র আহ্ববান করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তিরা আগামী ১ নভেম্বরের মধ্যে বিসিবির প্রধান নির্বাহীর কার্যালয়ে দরপত্র জমা দিতে হবে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কোন বিদেশি ক্রিকেটার থাকছেনা। যদিও শুরুর দিকে বিদেশি খেলোয়াড় রাখার চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু ভালো মানের ক্রিকেটার না পাওয়া এবং যাদের পাওয়া যেত তাদের বেশিরভাগই আবার ব্যাটসম্যান হওয়াতে এই সিদ্ধান্ত থেকে পেছনে সরে আসে বিসিবি।
টি-টোয়েন্টি টুর্নামেন্টটি কর্পোরেট লিগ হিসেবে আয়োজন করার কথা ছিল বিসিবির। কিন্তু দলগুলোতে ভারসাম্য রাখতে নিজেরাই দল তৈরি করে দিবে বলে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে স্পন্সর হিসেবেই রাখার ভাবনা দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। যদিও এখনো এই ইস্যুতে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি, আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সাথে আলাপ আলোচনার পরই কীভাবে দলের সাথে যুক্ত করা হবে তাদের সে বিষয়ে জানাবে বিসিবি।
এদিকে এই টুর্নামেন্ট দিয়েই একদিন পর নিষেধাজ্ঞা মুক্ত হতে যাওয়া সাকিব আল হাসানের প্রত্যাবর্তন হতে যাচ্ছে। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট সামনে রেখে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব ১০ নভেম্বরের আগেই দেশে ফিরতে পারেন।
গত ২৫ অক্টোবর এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব চলে আসবে। ওর সঙ্গে আমার কথা হয়েছে, সাকিব ১০ তারিখের দিকেই চলে আসছে। টুর্নামেন্টের আগে তো বটেই। আরও আগেও হতে পারে। ও এক সপ্তাহ বা ১০ দিন আগে অবশ্যই আসবে। ও আমাদের এ টুর্নামেন্ট খেলবে এটা নিশ্চিত করেছে। এর মধ্যে ওর দলও হয়ে যাবে। ওর দলের সঙ্গেই অনুশীলন করবে।’