দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চূড়ান্ত করল পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি
Vinkmag ad

করোনা প্রভাবে স্থগিত হওয়া দ্বিপাক্ষিক সিরিজগুলো পুনঃনির্ধারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) চেষ্টা চলছে নিয়মিতই। কিছুদিন আগে আগামী ২৪ মাসের জন্য ফিউচার ট্যুর প্রোগ্রামও প্রকাশ করে পিসিবি। এবার তার বাইরে চূড়ান্ত হয়েছে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরও।

চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে নির্ধারিত সূচি অনুসারে সফরটি স্থগিত হয় করোনা প্রভাবে। তবে ধীরে ধীরে ক্রিকেট মাঠে ফিরতে শুরু করতেই আলোর মুখ দেখতে যাচ্ছে সফরটি।

২০২১ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে পাকিস্তান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে পিসিবি। সফরে তিনটি ওয়ানডের সাথে বেশ কিছু টু-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

তবে পিসিবির প্রকাশিত ২৪ মাসের এফটিপি অনুসারে ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতেই দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দিবে পাকিস্তান। যেখানে থাকছে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি।

২৪ মাস সময়কালে ১০ টি দ্বি-পাক্ষিক সিরিজ আগেই চূড়ান্ত ছিল, এবার যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরও। যেখানে ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ সফরে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

এদিকে চলতি বছর থেকেই পুরোদমে ব্যস্ত ক্রিকেটীয় সূচি অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। ইংল্যান্ডের পর শ্রীলঙ্কাকেও ডিসেম্বরে আতিথেয়তা দিচ্ছে প্রোটিয়ারা। যেখানে বক্সিং ডে ও নিউ ইয়ার টেস্টের প্রতিপক্ষ হিসেবে থাকছে লঙ্কানরা। সেঞ্চুরিয়নে ২৬ থেকে ৩০ ডিসেম্বর হবে প্রথম টেস্ট। জোহানেসবার্গে ৩ থেকে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

৯৭ ডেস্ক

Read Previous

দায়িত্ব বেড়ে গেছে সুমন খানের, খেলতে চান টপ লেভেলে

Read Next

আইসিসির অনূর্ধ্ব-২১ বোলার টু ওয়াচঃ সেরা ‘২০’ এ ‘৩’ বাংলাদেশি

Total
0
Share