
নির্দিষ্ট রেকর্ডের পেছনে নয়, বড় কিছু করার প্রয়াসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পারফর্ম করতে চান বলে জানিয়েছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। ৩০ অক্টোবর রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে।
২০১৮ সালে জিম্বাবুয়ে সফরে একটি ওয়ানডেতে প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি করেন ফখর। ১৫৬ বলে ২১০ রানে অপরাজিত থাকেন তিনি।
Record breaking knock by @FakharZamanLive #ZIMvPAK pic.twitter.com/pYZUBwnoNo
— Cricket97 (@cricket97bd) July 20, 2018
‘আমি সিরিজে বড় স্কোর গড়তে চাই। আপনার দিনে আপনি যেকোন কিছু পারবেন। আমি বলছি না আমি বিশ্বরেকর্ড করবো। কিন্তু যখন আমার দিন আসবে, আমার পক্ষে যেকোন কিছু করা সম্ভব,’ ফখর বলেন।
তরুণ তুর্কি হায়দার আলি এবং আবদুল্লাহ শফিক সুযোগ পাওয়ায় দলে নিজের জায়গা হারানো নিয়ে মোটেই চিন্তিত নন ফখর।
‘দলে এখন আমার অবস্থান নিয়ে মোটেই উদ্বিগ্ন নই। সবসময় আমি আমার ১০০ ভাগ উজাড় করে দেই। কে পারফর্ম করছে আর কে করছে না, এসব নিয়ে একদমই আমি ভাবছি না।’
‘পাকিস্তান দলের জন্য এটা অবশ্যই সুসংবাদ যে দলে জায়গা পাওয়া নিয়ে খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। আশা করি দলে আরো তরুণ খেলোয়াড়রা আসবে এবং যেকোন পজিশনের জন্য লড়াই করবে,’ ফখর বলেন।