
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজহার আলিকে জোরপূর্বক টেস্ট দলের অধিনায়কত্ব দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন পাকিস্তানি সাবেক পেসার শোয়েব আখতার। তাকে অধিনায়ক হিসাবে ধরে রাখার আর কোন যুক্তি দেখছেন না রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
গত দুই বছর আজহার আলির ব্যাটিং পারফরম্যান্স খুবই খারাপ এবং তার অধিনায়কত্বেরও তীব্র সমালোচনা করেন শোয়েব।
স্থানীয় টিভি চ্যানেলে কথা বলার সময় আজহার আলিকে অধিনায়কত্ব ত্যাগ করে ব্যাটিংয়ে অধিক মনযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন শোয়েব।
‘আজহার প্রথমে টেস্ট অধিনায়ক হতে চায়নি। বোর্ড তাকে এ দায়িত্ব জোর করে দিয়েছিল। অযথাই পিসিবি তার উপর চাপ দিচ্ছে। এখন তাকে পরিবর্তন করাটা আবশ্যক।’
‘আমার উপদেশ থাকবে সে দলের দায়িত্ব ছেড়ে দিয়ে নিজের ব্যাটিংয়ে অধিক মনোনিবেশ করুক। তাকে অধিনায়ক হিসেবে ধরে রাখার আর কোন যুক্তিই দেখি না আমি,’ শোয়েব জানান।
উল্লেখ্য গত বছরের অক্টোবরে উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদের পরিবর্তে আজহার আলিকে অধিনায়কত্ব প্রদান করা হয়। সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের কাঠামোর পরিবর্তন বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠকের সূত্রপাত ধরে পিসিবিও এখন আর তাকে অধিনায়ক হিসেবে রাখতে চাচ্ছে না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের সাথে আজহার আলি, প্রধান কোচ মিসবাহ-উল-হক এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ সাক্ষাত করেন। পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাপারটিকে একদমই ভালো চোখে দেখেনি।