

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে ইনফর্ম ব্যাটসম্যান সুরিয়াকুমার যাদবকে অন্তর্ভূক্ত না করায় নির্বাচকদের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিং।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এ বছর আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন সুরিয়াকুমার। ১১ ম্যাচে ৩১.৪৪ গড় ও ১৪৮.৯৪ স্ট্রাইক রেটে ২৮৩ রান করেছেন তিনি। ২টি অর্ধশত রান করেছেন এবং সর্বোচ্চ স্কোর ৭৯।
ভারতের সাবেক বামহাতি স্পিনার সুনীল যোশি ভারতীয় দল নির্বাচনের দায়িত্বে ছিলেন। সুরিয়াকুমারকে দলে না রাখায় হরভজন টুইটারে ক্ষোভ প্রকাশ করেন। সুরিয়া কুমারের সাম্প্রতিককালের পারফরম্যান্স দেখার জন্য নির্বাচকদের বলেন। হরভজনের মতে ভিন্ন ভিন্ন ক্রিকেটার নির্বাচনে নির্বাচকরা ভিন্ন ভিন্ন নিয়ম করেন।
Don’t know what else @surya_14kumar needs to do get picked in the team india.. he has been performing every ipl and Ranji season..different people different rules I guess @BCCI I request all the selectors to see his records
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 27, 2020
এদিকে টেস্টে গড়পড়তা পারফরম্যান্সের পরও লোকেশ রাহুলকে ভারতের টেস্ট দলে রাখা হয়েছে। রাহুলের ভাগ্য ভালো হিসেবে উল্লেখ করেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার। যদিও আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন রাহুল।
চলমান আইপিএলে সর্বাধিক রান স্কোরার এবং অরেঞ্জ ক্যাপ হোল্ডার এখন লোকেশ রাহুল। যদিও মাঞ্জরেকার বলছেন আইপিএলে ভালো করে টেস্ট দলে জায়গা পাওয়াটা খারাপ উদাহরণ।
‘এটি অবশ্য একদমই অনুচিত যে সে আইপিএল দিয়ে টেস্ট দলে জায়গা করে নিচ্ছে। বিশেষ করে যে আগেই শেষ কয়েকটি টেস্টে ব্যর্থ। এক্ষেত্রে রঞ্জি ট্রফি অবমূল্যায়িত করছে নির্বাচকরা।’
You set a bad precedent when you recall a player for Tests on IPL performance. Especially if the player has been an abject failure in his last few Tests. Whether that player succeeds or fails is irrelevant, such selections massively demotivate Ranji players. #INDvsAUS
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) October 27, 2020
অন্য একটি টুইটে মাঞ্জরেকার আরও বলেন, ‘শেষ ৫ টেস্ট সিরিজে রাহুলের গড়ঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭.১, ইংল্যান্ডের বিপক্ষে ২৯, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে ১৮, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০.৭, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫.৪। সীমিত ওভার ও আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট দলে জায়গা পাওয়াটা তার জন্য ভাগ্য ভালোই বটে। আশা করি সে সুযোগের সদ্ব্যবহার করবে। তার প্রতি শুভকামনা।’
KL Rahul in his last 5 Test series
– v SA – Avg 7.1
– v Eng – Avg 29
– v WI at home – Avg 18
– v Aus – Avg 10.7
– v WI – Avg 25.4
I say very lucky to get a recall based on IPL & white ball performance. But now let’s just hope he makes the most of this chance. Good luck to him! https://t.co/YBVbeut5jH— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) October 27, 2020