ভারতীয় দলে সুযোগ পেয়ে নিজেই অবাক হয়েছেন বরুণ

ভারতীয় দলে সুযোগ পেয়ে নিজেই অবাক হয়েছেন বরুণ
Vinkmag ad

আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে অসাধারণ পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেলেন স্পিনার বরুণ চক্রবর্তী।

এর আগে অস্ট্রেলিয়া সফরের জন্য পূর্ণ সদস্যের ভারতীয় দল প্রস্তুত ছিল। এর মধ্যে বরুণের দলে জায়গা পাওয়াটা অনেক বড় খবর। কেননা এখন পর্যন্ত মাত্র ১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তামিলনাড়ু এবং কোলকাতা নাইট রাইডার্সের এই রহস্যময় স্পিনার। তাই অভিজ্ঞ ভারতীয় দলে জায়গা পেয়ে বরুণ নিজেই অনেক বিস্মিত।

সোমবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পর বিসিসিআই ডট টিভিকে বরুণ জানান, ‘ম্যাচের পর আমি ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবরটি পাই। ব্যাপারটা যে আমার কাছে অবিশ্বাস্য লাগছে, এটা আমি সব জায়গায় বলছি’।

‘দলে নিয়মিত সুযোগ পেয়ে পারফর্ম করা এবং দলের জয়ে অবদান রাখাই আমার মূল লক্ষ্য। আশা করি আমি ভারতীয় দলেও একই ধরণের কাজ করবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি খুব একটা সময় দেই না। আমার উপর বিশ্বাস রাখার নির্বাচকদের প্রতি কৃতজ্ঞ। আমার বলার ভাষা নেই।’

‘২০১৮ সালে আমি স্পিন বোলিং শুরু করি। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করি। গত বছর আইপিএলে পাঞ্জাব দলে জায়গা পেলেও ইনজুরির কারণে দলের একাদশে খুব একটা সুযোগ পাইনি। এ বছর ফিরে আসার পথে আমি অনেক পরিশ্রম করেছি। অনেকে আমার প্রতি বিশ্বাস রেখেছে ও অনুপ্রেরণা দিয়েছে’, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ার পর এ কথাগুলো বলেন বরুণ।

‘স্থপতি থেকে ক্রিকেটার হয়েছি। ২০১৫ সাল পর্যন্ত আমি ফ্রিল্যান্সিং করতাম কিন্তু প্রয়োজন অনুযায়ী ভালো টাকা আয় করতে পারতাম না। ভাবলাম ভিন্ন কিছু করি। এরপরই আমি ক্রিকেটে ফিরলাম। আমি এখন তাই করছি।’

শারজাহতে জাতীয় দলে জায়গা পাওয়ার খবর পেয়ে জীবনটাই বদলে গেছে বরুণের।

‘আমি আমার পিতামাতা ও বাগদত্তার সাথে কথা বলবো। শুধু তাদের সাথে কথা বলে আনন্দ ভাগাভাগি করে নিবো। আমার পরিবারের জন্য অবশ্যই খুশির সংবাদ। ভারতীয় দলে জায়গা পাওয়াটা অনেক বড় কিছু আমার জন্য। আমার কাছে এটি অপ্রত্যাশিতই।’

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট পাওয়ার পর টুইটারে বরুণের ভূয়সী প্রশংসা করেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।

দুই বছর আগে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সের পর ২০১৯ আইপিএলের নিলামে ৫টি দলকে পেছনে ফেলে ৮.৪ কোটি ভারতীয় রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাব তাকে দলে টেনে নেয়। এ বছর কোলকাতা তাকে দলে অন্তর্ভূক্ত করে।

অস্ট্রেলিয়া সফরে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডঃ

ভিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান,লোকেশ রাহুল (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা,সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, বরুণ চক্রবর্তী।

৯৭ ডেস্ক

Read Previous

রোহিত শর্মা ইস্যুতে দ্বিধায় গাভাস্কার, চান স্বচ্ছতা

Read Next

বিগ ব্যাশ থেকে নিজেকে সরিয়ে নিলেন ডি ভিলিয়ার্স

Total
0
Share