

বাবা হারনোর যন্ত্রণা নিয়ে আইপিএল খেলছেন মানদ্বীপ সিং। গতরাতে ফিফটি করে দলকে জিতিয়েছেন পাঞ্জাবের ওপেনার মানদ্বীপ। ফিফটি পূর্ণ করে উৎসর্গ করলেন প্রয়াত বাবাকে, ম্যাচ শেষে জানিয়েছেন বাবার দেওয়া অনুপ্রেরণার কথা।
মানদ্বীপ সিং গতরাতে ৫০ রান পূর্ণ করে আকাশের দিকে তাকিয়ে এই মাইলফলকটি তাঁর প্রয়াত পিতার উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। গতরাতে মানদ্বীপের অনবদ্য ইনিংসেই বড় জয় পায় পাঞ্জাব। ম্যাচের পরে মানদ্বীপ তার বাবাকে স্মরণ করে বলেছিলেন,
“আমার বাবা সবসময় আমাকে বলতেন যে প্রতিটি খেলায় নট আউট থাকতে। তিনি আমাকে সর্বদা বলতেন, তুমি ১০০ বা ২০০ রান করবে, কিন্তু নট আউট থাকার চেষ্টা করবে।”
কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ওপেনিংয়ে নেমে মানদ্বীপ ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ৫৬ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬৬ রানে। তাঁকে সম্মান জানানোর উদ্দেশ্যেই ফিফটি করে আকাশের দিকে তাকিয়ে ব্যাট হাতে সম্মান প্রদর্শন করেন মানদ্বীপ।
"My father used to tell me to remain not out." – Mandeep Singh pays a perfect tribute to his father, who passed away a few days ago#IPL2020 https://t.co/WUhhSXJdRb #KKRvKXIP pic.twitter.com/1TtdAXjLkC
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 26, 2020
A heartfelt tribute from Mandeep Singh after his matchwinning unbeaten 66.#IPL2020 #KKRvsKXIP pic.twitter.com/6zZ0iVE9Lu
— Cricbuzz (@cricbuzz) October 26, 2020
Mandeep Singh lost his father couple of days back. He played a match winning knock (66* off 56) against KKR & dedicated that innings to his father. #KKRvKXIP #Dream11IPL #IPL2020 pic.twitter.com/3pvbK666YN
— Cricket97 (@cricket97bd) October 26, 2020
This one's for you Papa ???????? #SaddaPunjab pic.twitter.com/cmHUuHuhZ5
— Mandeep Singh (@mandeeps12) October 25, 2020
Mandeep Singh paying tribute his father after completing fifty ! pic.twitter.com/tLCicOm68X
— cricket videos (@middlestump5) October 26, 2020
???????? @mandeeps12 #Mandeepsingh great knock… Dad will always proud of you???? keep going ???????? pic.twitter.com/11dlCU4QGd
— S Harmeet Singh (@SHarmeetSingh1) October 26, 2020
#MandeepSingh A match winning knock from him. His Dad died recently and he couldn't attend the rituals. But with his dad's blessings
as God, he performed well today. But, definitely he will be hurt as his Dad couldn't watch his success now and in future
@mandeeps12— Sathish Kumar M (@sathishmsk) October 26, 2020
More power to Mandeep Singh. ???????? pic.twitter.com/qkMllfW5RK
— Trendulkar (@Trendulkar) October 26, 2020
When Dad blesses you from above ????… take a bow Mandeep Singh ????@mandeeps12 @klrahul11 @realpreityzinta @lionsdenkxip pic.twitter.com/qbww3FQPiF
— Suniel Shetty (@SunielVShetty) October 26, 2020
Nitish Rana played a day after losing his father-in-law. Mandeep Singh playing after losing his father. Nothing but respect for these two.
— Saurabh Malhotra (@MalhotraSaurabh) October 24, 2020
মানদ্বীপের বাবার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছে।
ভারতের এথলেটিক্সের প্রাক্তন কোচ ছিলেন মানদ্বীপের বাবা হরদেব সিং। দুবাই থেকে ভিডিওকলে শেষকৃত্যও করেছেন তিনি। এরপর দিন গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাটও করতে নামলেন তিনি কিংসদের জার্সিতে। যা দেখে কুর্নিশ করছে আইপিএল মহল।