মানদ্বীপ ‘অপরাজিত’ থেকে প্রয়াত বাবাকে সম্মান জানিয়েছেন

নট আউট থেকে প্রয়াত পিতাকে সম্মান জানালেন মানদ্বীপ
Vinkmag ad

বাবা হারনোর যন্ত্রণা নিয়ে আইপিএল খেলছেন মানদ্বীপ সিং। গতরাতে ফিফটি করে দলকে জিতিয়েছেন পাঞ্জাবের ওপেনার মানদ্বীপ। ফিফটি পূর্ণ করে উৎসর্গ করলেন প্রয়াত বাবাকে, ম্যাচ শেষে জানিয়েছেন বাবার দেওয়া অনুপ্রেরণার কথা।

মানদ্বীপ সিং গতরাতে ৫০ রান পূর্ণ করে আকাশের দিকে তাকিয়ে এই মাইলফলকটি তাঁর প্রয়াত পিতার উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। গতরাতে মানদ্বীপের অনবদ্য ইনিংসেই বড় জয় পায় পাঞ্জাব। ম্যাচের পরে মানদ্বীপ তার বাবাকে স্মরণ করে বলেছিলেন,

“আমার বাবা সবসময় আমাকে বলতেন যে প্রতিটি খেলায় নট আউট থাকতে। তিনি আমাকে সর্বদা বলতেন, তুমি ১০০ বা ২০০ রান করবে, কিন্তু নট আউট থাকার চেষ্টা করবে।”

কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ওপেনিংয়ে নেমে মানদ্বীপ ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ৫৬ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৬৬ রানে। তাঁকে সম্মান জানানোর উদ্দেশ্যেই ফিফটি করে আকাশের দিকে তাকিয়ে ব্যাট হাতে সম্মান প্রদর্শন করেন মানদ্বীপ।

মানদ্বীপের বাবার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছে।

ভারতের এথলেটিক্সের প্রাক্তন কোচ ছিলেন মানদ্বীপের বাবা হরদেব সিং। দুবাই থেকে ভিডিওকলে শেষকৃত্যও করেছেন তিনি। এরপর দিন গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাটও করতে নামলেন তিনি কিংসদের জার্সিতে। যা দেখে কুর্নিশ করছে আইপিএল মহল।

৯৭ ডেস্ক

Read Previous

গেইল ঝড়ে কোলকাতাকে হারাল পাঞ্জাব

Read Next

রোহিত শর্মা ইস্যুতে দ্বিধায় গাভাস্কার, চান স্বচ্ছতা

Total
0
Share