গেইল ঝড়ে কোলকাতাকে হারাল পাঞ্জাব

গেইল ঝড়ে কোলকাতাকে হারাল পাঞ্জাব
Vinkmag ad

বোলারদের আঁটসাঁট বোলিং এবং মানদ্বীপ সিং ও ক্রিস গেইলের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় পেল কিংস ইলেভেন পাঞ্জাব। কোলকাতা নাইট রাইডার্সকে তারা হারিয়েছে ৮ উইকেটে।

শারজাহ স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষ কোলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ব্যাটিংয়ে পাঠান কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। শুরু থেকেই কেকেআরের উপর আধিপত্য বিস্তার করে বোলিং করতে থাকে পাঞ্জাব।

ইনিংসের ২য় বলে আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা ওপেনার নিতিশ রানাকে সাজঘরে ফেরান পাঞ্জাবের অকেশনাল অফ স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল। ২য় ওভারে রাহুল ত্রিপাঠি এবং দীনেশ কার্তিককে ফিরিয়ে কেকেআরকে কোনঠাসা করে ফেলেন মোহাম্মদ শামি। ওপেনিংয়ে নামা শুবমান গিলের সাথে অধিনায়ক এউইন মরগান যুক্ত হয়ে দলের বিপর্যয়ে হাল ধরেন।

আস্থার সাথে ব্যাটিং করে এ দুইজন ৪র্থ উইকেট জুটিতে ৮১ রান যোগ করেন। দারুণ খেলতে থাকা মরগানকে লেগ স্পিনের টোপে ফেলে বিদায় করেন রবি বিষ্ণয়। মাত্র ২৫ বলে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ রান করেন মরগান। আগের ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করা সুনীল নারাইনকে এদিন খুব দ্রুতই স্লোয়ার দিয়ে ফিরিয়ে দেন ক্রিস জর্ডান।

দলীয় ১১৩ রানের কমলেশ নাগারকোটিকে দারুন গুগলিতে বোল্ড করেন মুরুগান অশ্বিন। ১ রান পরে প্যাট কামিন্সকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে কেকেআরের বিপদ আরও বাড়িয়ে দেন বিষ্ণয়। তবে শুবমান গিলের দায়িত্বশীল অর্ধশতক এবং শেষদিকে লকি ফার্গুসনের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কোলকাতা নাইট রাইডার্স। গিল ৫৭ রান করে শামির বলে আউট হন, ফার্গুসন ২৪ রানে অপরাজিত থাকেন। পাঞ্জাবের পক্ষে শামি ৩টি এবং জর্ডান ও বিষ্ণয় ২টি করে উইকেট পান।

১৫০ রানের লক্ষে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ব্যাট করতে নামেন অধিনায়ক লোকেশ রাহুল এবং মানদ্বীপ সিং। টার্গেট নিয়ন্ত্রণে থাকায় প্রথম থেকে দেখেশুনে খেলতে থাকেন দুই ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে তারা ৪৭ রান সংগ্রহ করেন। কেকেআরের বরুণ চক্রবর্তীর দ্রুতগতির ডেলিভারিতে পরাস্ত হওয়ার আগে ২৮ রান করেন রাহুল।

এরপর শুরু হয় ক্রিস গেইল শো। চার-ছক্কার বন্যা বয়ে যায় তার ব্যাটিংয়ে। সাথে যোগ্য সাহচর্যের ভূমিকায় থাকেন ওপেনার মানদ্বীপ সিং। দুইজনই তুলে নেন অর্ধশত রান। জয় থেকে ৩ রান দূরে থাকতে ফার্গুসনের আউট হয়ে যান গেইল। ২৯ বলে ২টি বাউন্ডারি ও ৫টি বিশাল ওভার বাউন্ডারিতে ৫১ রান করেন গেইল। বাকি সময়টা আর বিপদ ঘটতে দেননি মানদ্বীপ এবং নিকোলাস পুরান। ৭ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় কিং ইলেভেন পাঞ্জাব বাহিনী।

৮টি চার ও ২টি ছক্কার সহায়তায় ৬৬ রানে অপরাজিত থাকেন মানদ্বীপ সিং। কেকেআরের পক্ষে বরুণ ও ফার্গুসন ১টি করে উইকেট পান। অনবদ্য অর্ধশত রানের জন্য ম্যাচ সেরা হন ক্রিস গেইল।

এই জয়ে পয়েন্ট তালিকার সেরা চারে উঠে এসেছে কিংস ইলেভেন পাঞ্জাব, পাঁচে নেমে গেছে কোলকাতা নাইট রাইডার্স।

সংক্ষিপ্ত স্কোরঃ

কোলকাতা নাইট রাইডার্সঃ ১৪৯/৯ (২০ ওভার), শুবমান গিল ৫৭, মরগান ৪০; শামি ৩/৩৫, বিষ্ণয় ২/২০

কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৫০/২ (১৮.৫ ওভার), মানদ্বীপ ৬৬*, গেইল ৫১; ফার্গুসন ১/৩২, বরুণ ১/৩৪

ফলাফলঃ কিংস ইলেভেন পাঞ্জাব ৮ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ ক্রিস গেইল (কিংস ইলেভেন পাঞ্জাব)।

৯৭ ডেস্ক

Read Previous

নাটকের গানে কণ্ঠ দিলেন প্রথম শ্রেণির ক্রিকেটার সাজ্জাদ

Read Next

মানদ্বীপ ‘অপরাজিত’ থেকে প্রয়াত বাবাকে সম্মান জানিয়েছেন

Total
0
Share