

২০২০-২১ মৌসুমের জন্য ১৮৭ জন ক্রিকেটারকে স্থানীয় চুক্তির আওতায় এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তির মধ্যে মাসিক বেতন, দৈনন্দিন ভাতা, ম্যাচ ফি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টের প্রাইজমানিও থাকবে।
১২ মাসের স্থানীয় চুক্তিতে পাকিস্তান ক্রিকেটে জ্যেষ্ঠতা, পারফরম্যান্স ও যোগ্যতার ভিত্তিতে চল্লিশ হাজার থেকে দেড় লাখ রুপি পর্যন্ত খেলোয়াড়রা মাসিক বেতন পাবেন।
এছাড়াও ৩২ জন খেলোয়াড় সাড়ে পাঁচ মাসের মৌসুমভিত্তিক চুক্তির আওতাধীন আছেন। এ চুক্তিটি পাকিস্তান কাপ ওয়ানডে টুর্নামেন্টের পরেই শেষ হয়ে যাবে। এসব চুক্তিতে খেলোয়াড়রা দৈনন্দিন ভাতা, ম্যাচ ফি এবং ইভেন্ট প্রাইজ মানির লভ্যাংশ পাবেন।
এই ৩২ জন খেলোয়াড় হলেনঃ
আদনান আকমল, আব্দুল নাসির, আলি ওয়াকাস, আইয়াজ তাসাওয়ার, মোহাম্মদ ইব্রাহিম, সালাহউদ্দিন, সামি আসলাম (সবাই বেলুচিস্তানের), আলি শান, আতিক- উর-রেহমান, জুনাইদ আলি, কামরান আফজাল, মোহাম্মদ ফাইক, রাজা আলি দার, সোহাইব উল্লাহ, জুবাইর খান (সবাই সেন্ট্রাল পাঞ্জাবের), মোহাম্মদ আরিফ শাহ, মোহাম্মদ ইমরান (খাইবার পাখতুনখা), আমির আলি, আসাদ রাজা, হাসান খান, ইবরার আহমেদ, ইবতিসাম শেখ (সিন্ধু), মোহাম্মদ আমির, আমির জামাল, আমাদ বাট, কাশিফ ইকবাল, রাজা ফারজান খান, তাইমুর সুলতান, মোহাম্মদ নাদিম (নর্দার্ন), মোহাম্মদ ইরফান সিনিয়র, মোহাম্মদ মহসিন, সালাহউদ্দিন (দক্ষিণ পাঞ্জাব)।
কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর গুল এবং ওয়াহাব রিয়াজ ইভেন্ট ভিত্তিক চুক্তিতে আছেন।
আরও ৭০ জন ক্রিকেটারকে পুলভিত্তিক ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে। এদের মধ্যে জাতীয় দলের সাবেক ক্রিকেটার সালমান বাটও রয়েছেন, যিনি কায়েদ-এ-আজম ট্রফি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।
এছাড়াও পিসিবি ১৮টি কেন্দ্রীয় চুক্তি এবং তিনটি ইমার্জিং চুক্তির প্রস্তাবনাও দিয়েছে।
১৮৭ জন স্থানীয় চুক্তিভিত্তিক খেলোয়াড় হচ্ছেনঃ
বেলুচিস্তানঃ
ইমরান বাট, কাশিফ ভাট্টি (এ-প্লাস ক্যাটাগরি), ইমরান ফারহাত, মোহাম্মদ তালহা ( এ ক্যাটাগরি), আব্দুল রেহমান মুজাম্মিল, আকবর-উর রেহমান, আকিফ জাভেদ, আমাদ বাট, আওয়াইস জিয়া, আজিম গুম্মান, বিসমিল্লাহ খান, গুলরাইজ সাদাফ, জালাত খান, তাইমুর আলি, তাজ ওয়ালি, উমাইদ আসিফ (বি ক্যাটাগরি), আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই, আখতার শাহ, গহর ফাইজ, হায়াত উল্লাহ, খুররাম শেহজাদ, মোহাম্মদ জুনাইদ, শেহজাদ তারিন, তাইমুর খান, উসামা মীর (সি ক্যাটাগরি), হিদায়াত উল্লাহ, নাজিবউল্লাহ আচাকজাই, রামিজ রাজা জুনিয়র, শেহবাজ খান (ডি ক্যাটাগরি)।
সেন্ট্রাল পাঞ্জাবঃ
বিলাল আসিফ, ফাহিম আশরাফ, জাফর গহর (এ-প্লাস ক্যাটাগরি), আহমেদ শেহজাদ, এহসান আদিল, হাসান আলি, সাদ নাসিম, উসমান সালাহউদ্দিন (এ ক্যাটাগরি), মোহাম্মদ সাদ, নওমান আনোয়ার, উসমান কাদির, ওয়াকাস মাকসুদ (বি ক্যাটাগরি), রিজওয়ান হুসাইন, আবদুল্লাহ শফিক, আহমেদ বশির, আহমেদ সাফি আবদুল্লাহ, আলি জারিয়াব, আনাস মেহমুদ, বিলাওয়াল ইকবাল, ফারহান খান, ইমরান দগর, ইরফান খান নিয়াজি, মুহাম্মদ আখলাক, নিসার আহমেদ, কাসিম আকরাম, সুলেমান শাফকাত আলি (সি ক্যাটাগরি), আতিজাজ হাবিব খান, ফাহাদ উসমান, মোহাম্মদ আলি, শহীদ নেওয়াজ (ডি ক্যাটাগরি)।
খাইবার পাখতুনখাঃ
ইমরান খান সিনিয়র (এ-প্লাস ক্যাটাগরি), আশফাক আহমেদ, জুনাইদ খান, সাজিদ খান (এ ক্যাটাগরি), আদিল আমিন, আহমেদ জামাল, মোহাম্মদ আসাদ, মোহাম্মদ মহসিন, ইসরার উল্লাহ, খালিদ উসমান, সাহিবজাদা ফারহান, সামিন গুল, জোহাইব খান (বি ক্যাটাগরি), আরশাদ ইকবাল, আসাদ আফ্রিদি, ইরফানুল্লাহ শাহ, কামরান গুলাম, মেহরান ইব্রাহিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির খান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ মহসিন খান, মোহাম্মদ নাঈম সিনিয়র, মোহাম্মদ ওয়াসিম সিনিয়র, মুসাদিক আহমেদ, নবী গুল, রেহান আফ্রিদি (সি ক্যাটাগরি), সামিউল্লাহ জুনিয়র, সাকিব জামিল, মোহাম্মদ সারওয়ার আফ্রিদি (ডি ক্যাটাগরি)।
নর্দার্নঃ
নওমান আলি (এ-প্লাস ক্যাটাগরি), আসিফ আলি, ফাইজান রিয়াজ, হাম্মাদ আজম, মোহাম্মদ নেওয়াজ, মুসা খান, রাজা হাসান, সোহেল তানভির, উমর আমিন, ওয়াকাস আহমেদ, জিশান মালিক (এ ক্যাটাগরি), আলি সরফরাজ, জামাল আনোয়ার, রোহাইল নাজির, নাভেদ মালিক, শোয়েব আহমেদ মিনহাস, উমর ওয়াহিদ (বি ক্যাটাগরি), মোহাম্মদ হুরাইরা, আলি ইমরান, মুনির রিয়াজ, নাসির নেওয়াজ, সোহেল আখতার, সালমান ইরশাদ, সারমাদ ভাট্টি, শিরাজ খান, উমাইর মাসুদ, জায়েদ আলম (সি ক্যাটাগরি), আতহার মেহমুদ, ইসমাইল খান, নিহাল মানসুর, শাদাব মাজিদ, জিয়াদ খান (ডি ক্যাটাগরি)।
সিন্ধঃ
ফাওয়াদ আলম, সোহেল খান ( এ-প্লাস ক্যাটাগরি), আনোয়ার আলি, খুররাম মানজুর, মীর হামজা, মোহাম্মদ আসগর, সাদ আলি, শারজিল খান, তাবিশ খান (এ ক্যাটাগরি), আদিল মালিক, আহসান আলি, ফাহাদ ইকবাল, হাসান মহসিন, ওমাইর বিন ইউসুফ, রমিজ আজিজ, সৌদ শাকিল (বি ক্যাটাগরি), ওয়ালিদ আহমেদ, আম্মাদ আলম, আশিক আলি, আজম খান, দানিশ আজিজ, গুলাম মুদাসসর, জাহিদ আলি, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তাহা, সাদ খান, সাইফুল্লাহ বাঙ্গাশ, শেহজার মোহাম্মদ আলি (সি ক্যাটাগরি), মোহাম্মদ সুলেমান, মোহাম্মদ তারিক খান, মোহাম্মদ উমর, শাহনেওয়াজ আলি ( ডি ক্যাটাগরি)।
দক্ষিণ পাঞ্জাবঃ
খুশদিল শাহ (এ-প্লাস ক্যাটাগরি), আমের ইয়ামিন, বিলাওয়াল ভাট্টি, হুসাইন তালাত, মোহাম্মদ ইরফান, রাহাত আলি, সোহাইব মাকসুদ (এ ক্যাটাগরি), সাইফ বদর, ইমরান রফিক, মুখতার আহমেদ, নাভেদ ইয়াসিন, রমিজ আলম, উমর খান, উমর সিদ্দিক, জাহিদ মাহমুদ, জেন আব্বাস (বি ক্যাটাগরি), মোহাম্মদ ইলিয়াস, আলি শফিক, দিলবার হুসাইন, মকবুল আহমেদ, মোহাম্মদ বাসিত, মোহাম্মদ উমাইর, মুহাম্মদ ইরফান, সালমান আলি আঘা, তাইয়াব তাহির, ওয়াকার হুসাইন, জিশান আশরাফ, জিয়া-উল-হক (সি ক্যাটাগরি), আহসান বেগ, আলি উসমান, আনাস মুস্তফা এবং মোহাম্মদ রমিজ জুনিয়র (ডি ক্যাটাগরি)।