যে ভাবনায় দেওয়া হল প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড

যে ভাবনায় দেওয়া হল প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড
Vinkmag ad

বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রাইজমানি সহ বিভিন্ন ক্যাটাগরির পুরষ্কারের কথা টুর্নামেন্ট শুরুর আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ফাইনাল শেষে দেখা গেল নির্ধারিত সব পুরষ্কার প্রদানের পর প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে আরও পাঁচ জন। টুর্নামেন্ট জুড়ে ভালো খেলাদের স্বীকৃতি দিতেই বোর্ড সভাপতির হুট করে নেওয়া সিদ্ধান্তের ফল এটি।

লিস্ট-এ ম্যাচের তকমা না পেলেও এই টুর্নামেন্টে ছিল প্রাইজমানির ছড়াছড়ি। চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ পেয়েছে ১৫ লাখ টাকা, রানার আপ নাজমুল একাদশ পেয়েছে সাড়ে ৭ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম পেয়েছেন ২ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার হয়েছেন যথাক্রমে ইরফান শুক্কুর, রুবেল হোসেন ও নুরুল হাসান সোহান। তারা পেয়েছেন ১ লাখ টাকা করে। ফাইনালের ম্যাচ সেরা সুমন খান পেয়েছেন ১ লাখ টাকা।

এর বাইরে প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান (তামিম একাদশ), সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ), আফিফ হোসেন ধ্রুব ও তৌহিদ হৃদয় (নাজমুল একাদশ)। তারা প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা করে আর্থিক পুরষ্কার।

কিন্তু কেনই বা একদম শেষ মুহূর্তে এসে স্পেশাল অ্যাওয়ার্ডের সংযোজন তা নিজেই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শিরোপা তুলে দেওয়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবচেয়ে ভালো লেগেছে নতুন কিছু ছেলে অথবা পুরাতন যারা কীনা অনেকদিন আমাদের সাথে নেই এদেরকে আমরা খুঁজে পেয়েছি (টুর্নামেন্টের পারফর্মার)। উদাহরণ স্বরূপ আপনি যদি আজকের পুরষ্কার গুলো দেখেন, আজকের অ্যাওয়ার্ডে একটা ভুল ছিল।’

‘খেয়াল করে দেখবেন আমার অ্যাওয়ার্ডগুলো কিন্তু ছিলনা। কারণ এটা আমি আজকে এখানে এসে বলেছি যার জন্য আগে থেকে সাজানো ছিলনা। এটা হল বাস্তবতা, আমিতো স্বীকার করেছি যে এটা একটা ভুল। কারণ আমি চিন্তা করে দেখলাম যারা পাচ্ছে তারা ভালো কিন্তু এর বাইরেও কিছু ছেলে আছে যাদেরকে আমাদের পুরষ্কৃত করা উচিৎ।’

৯৭ প্রতিবেদক

Read Previous

এক হাতে আর্চারের অবিশ্বাস্য ক্যাচ, অবাক সতীর্থরাও (ভিডিও)

Read Next

স্যাম কারেনের চশমা নিয়ে টুইটারে হাস্যরস

Total
0
Share