

মুম্বাইয়ের ইনিংসের ১১ তম ওভারে কার্তিক তিয়াগির বল তুলে মারেন ইশান কিশান। থার্ড-ম্যান বাউন্ডারি লাইনে এক হাতে উড়ন্ত ক্যাচ ধরেন জফরা আর্চার। এমন অসাধারণ ক্যাচ দেখে বোলার কার্তিক, সতীর্থ রিয়ান পরাগও যেন বিশ্বাস করতে পারছিলেন না আর্চারের অতিমানবীয় এই ক্যাচ। ধারাভাষ্যকাররা যারপরনাই অবিভূত, মুগ্ধ ক্রিকেটপ্রেমীরাও।
উচ্চতা ও ক্ষিপ্রতাকে ব্যবহার করে সীমানায় এক হাতে অবিশ্বাস্য ক্যাচ নেন জফরা আর্চার। এক অবিশ্বাস্য ক্যাচ নিয়েছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ তারকা। ১১ তম ওভারের চতুর্থ বলে থার্ডম্যান পজিশনে উড়িয়ে মেরেছিলেন ইশান কিশান। বলটার উচ্চতা ছিল, কিন্তু আর্চার যেন ঈগলের মতো এক হাতে লুফে নিলেন।
মুহূর্তে সেই ক্যাচের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়:
ICYMI – Archer's unbelievable one-handed catch
Air Jofra took flight to take a mind-blowing one-handed stunner. Is there anything @JofraArcher cannot do on a cricket field?https://t.co/EvKfdHeljW #Dream11IPL
— IndianPremierLeague (@IPL) October 25, 2020
Expressions galore as @JofraArcher takes a blinder ????????#Dream11IPL pic.twitter.com/j0Xb9TSJ0g
— IndianPremierLeague (@IPL) October 25, 2020
Woh catch dekh kar aisa laga ki @JofraArcher apne ghar ka bulb ???? badal raha hai. ????#RRvMI
— Sachin Tendulkar (@sachin_rt) October 25, 2020
NO WAY, YOU CANNOT DO THAT JOFRA ARCHER! NO WAY! ????#RRvMI | #HallaBol | #RoyalsFamily | #IPL2020 | @JofraArcher pic.twitter.com/vsDBVFneLg
— Rajasthan Royals (@rajasthanroyals) October 25, 2020
RT if that was your reaction too! ????#RRvMI | #HallaBol | #RoyalsFamily | #IPL2020 | @tyagiktk pic.twitter.com/NzJQrFTH1I
— Rajasthan Royals (@rajasthanroyals) October 25, 2020
বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পেসার জফরা আর্চার। নিখুঁত লাইন লেংথ আর ভয়ঙ্কর গতিতে ব্যাটসম্যানের বুকে কাঁপুনি ধরিয়ে দেন তিনি। সেই জফরা আর্চার ফিল্ডিংয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করেন। অবাক করে দেন সতীর্থ ক্রিকেটারদেরও।