এক হাতে আর্চারের অবিশ্বাস্য ক্যাচ, অবাক সতীর্থরাও (ভিডিও)

এক হাতে আর্চারের অবিশ্বাস্য ক্যাচ, অবাক সতীর্থরাও (ভিডিও)
Vinkmag ad

মুম্বাইয়ের ইনিংসের ১১ তম ওভারে কার্তিক তিয়াগির বল তুলে মারেন ইশান কিশান। থার্ড-ম্যান বাউন্ডারি লাইনে এক হাতে উড়ন্ত ক্যাচ ধরেন জফরা আর্চার। এমন অসাধারণ ক্যাচ দেখে বোলার কার্তিক, সতীর্থ রিয়ান পরাগও যেন বিশ্বাস করতে পারছিলেন না আর্চারের অতিমানবীয় এই ক্যাচ। ধারাভাষ্যকাররা যারপরনাই অবিভূত, মুগ্ধ ক্রিকেটপ্রেমীরাও।

উচ্চতা ও ক্ষিপ্রতাকে ব্যবহার করে সীমানায় এক হাতে অবিশ্বাস্য ক্যাচ নেন জফরা আর্চার। এক অবিশ্বাস্য ক্যাচ নিয়েছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ তারকা। ১১ তম ওভারের চতুর্থ বলে থার্ডম্যান পজিশনে উড়িয়ে মেরেছিলেন ইশান কিশান। বলটার উচ্চতা ছিল, কিন্তু আর্চার যেন ঈগলের মতো এক হাতে লুফে নিলেন।

মুহূর্তে সেই ক্যাচের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়:

বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পেসার জফরা আর্চার। নিখুঁত লাইন লেংথ আর ভয়ঙ্কর গতিতে ব্যাটসম্যানের বুকে কাঁপুনি ধরিয়ে দেন তিনি। সেই জফরা আর্চার ফিল্ডিংয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করেন। অবাক করে দেন সতীর্থ ক্রিকেটারদেরও।

৯৭ ডেস্ক

Read Previous

টি-টোয়েন্টি টুর্নামেন্টের বৃত্তান্ত জানালেন বিসিবি সভাপতি

Read Next

যে ভাবনায় দেওয়া হল প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড

Total
0
Share