

আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে যাচ্ছেন সাকিব আল হাসান। আর বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি লিগ দিয়েই তার মাঠে ফেরা নিশ্চিত। ১৫ নভেম্বর থেকে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে।
দেশের ক্রিকেট ফেরানোর প্রথম ধাপে বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজ আয়োজন করে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ১১ অক্টোবর শুরু হওয়া তিন দলের টুর্নামেন্টটির পর্দা নামে আজ (২৫ অক্টোবর) মাহমুদউল্লাহ একাদশের শিরোপা জয়ের মাধ্যমে।
View this post on Instagram
???? Champions ???? #bcbpresidentscup #Cricket #Mahmudullahxivnazmulxi #Final
এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই বিসিবি ব্যস্ত হবে নভেম্বরের টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে। যেখানে দল সংখ্যাও বেড়ে ৩ থেকে ৫ হচ্ছে। মূলত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের আগে বায়ো-বাবলের অভিজ্ঞতা ও ক্রিকেটারদের সরব রাখতেই বিসিবির এমন সব আয়োজন।
২৯ তারিখ নিষেধাজ্ঞা মুক্ত হতে যাওয়া সাকিব আল হাসানও ফিরছেন নভেম্বরের এই টুর্নামেন্ট দিয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব দেশে ফিরবেন ১০ নভেম্বরের আগে। এর আগেই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার দলও।
এ প্রসঙ্গে আজ (২৫ অক্টোবর) বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা সহ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘সাকিব চলে আসবে। সাকিব ১০ তারিখের দিকেই চলে আসছে। টুর্নামেন্টের আগে তো বটেই, আরও আগেও হতে পারে। ও এক সপ্তাহ বা ১০ দিন আগে অবশ্যই আসবে। ও আমাদের এই টুর্নামেন্ট খেলবে এটা নিশ্চিত করেছে। এরমধ্যে ওর দলও হয়ে যাবে।’