পরাজয়ের বৃত্ত থেকে বের হল চেন্নাই

পরাজয়ের বৃত্ত থেকে বের হল চেন্নাই
Vinkmag ad

ব্যাটসম্যান ও বোলারদের সম্মিলিত প্রয়াসে দাপুটে জয় পেল চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরলো চেন্নাই।

দুবাই স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) অধিনায়ক ভিরাট কোহলি। আরসিবির হয়ে প্রথমে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার দেবদূত পাডিকাল ও অ্যারন ফিঞ্চ। শুরু থেকে পেসারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করেন দুইজন। ৪র্থ ওভারে দলীয় ৩১ রানের মাথায় চেন্নাইয়ের স্যাম কারেনের বলে রুতুরাজ গায়কোয়াড়কে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার ফিঞ্চ।

পাওয়ারপ্লে শেষ হওয়ার পর মিচের স্যান্টনারের প্রথম বলে ব্যক্তিগত ২২ রান করে আউট হন অপর ওপেনার পাডিকাল। এরপর অধিনায়ক কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স দলের হাল ধরেন। ৩য় উইকেট জুটিতে তারা স্কোরবোর্ডে ৮২ রান যোগ করেন। ১৮ তম ওভারে ডি ভিলিয়ার্স ৩৯ রান করে সাজঘরে ফেরত যান।

ইসুরু উদানার পরিবর্তে একাদশে আসা মইন আলিকে মাত্র ১ রানের মাথায় বিদায় করেন স্যাম কারেন। ৫০ রান পূর্ণ করার পর একই ওভারের শেষ বলে ভিরাট কোহলিকেও আউট করেন স্যাম কারেন। শেষ ওভারেও আঁটসাঁট বোলিং ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৪৫ রানে আটকে দেয় চেন্নাইয়ের বোলাররা। চেন্নাইয়ের পক্ষে স্যাম কারেন ৩টি এবং দীপক চাহার ২টি উইকেট নেন।

১৪৬ রানের টার্গেটে চেন্নাই ব্যাট করতে নেমে শুরু থেকে দারুণ ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার রুতুরাজ এবং ফাফ ডু প্লেসিস। উদ্বোধনী জুটিতে তারা ৪৬ রান যোগ করেন। ৬ষ্ঠ ওভারে ব্যক্তিগত ২৫ রান করে ক্রিস মরিসের বলে আউট হন ডু প্লেসিস। এরপর আম্বাতি রায়ডুকে সাথে ২য় উইকেটে ৬৭ রানের চমৎকার জুটি গড়ে তোলেন রুতুরাজ গায়কোয়াড়।

দুইজনের ব্যাটিংয়ে আস্থার প্রতীকী ফুটে ওঠে। ভালো খেলতে থাকা রায়ডু ৩৯ রানে যুজবেন্দ্র চাহালের বলে বোল্ড হন। রায়ডু অর্ধশতরান না পেলেও ঠিকই আইপিএলের ১ম অর্ধশতরান তুলেন রুতুরাজ। অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির সাথে অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি গড়েন। মরিসকে ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে ৮ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রুতুরাজ।

৫১ বলে ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে অনবদ্য ইনিংস খেলেন রুতুরাজ, ধোনি অপরাজিত থাকেন ১৯ রানে। আরসিবির পক্ষে মরিস ও চাহাল ১টি করে উইকেট পান।

অসাধারণ ব্যাটিং প্রদর্শনীর জন্য ম্যাচ সেরা হন রুতুরাজ গায়কোয়াড়।

সংক্ষিপ্ত স্কোরঃ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৪৫/৬ (২০ ওভার), কোহলি ৫০, ডি ভিলিয়ার্স ৩৯; স্যাম কারেন ৩/১৯, দীপক ২/৩১

চেন্নাই সুপার কিংসঃ ১৫০/২ (১৮.৪ ওভার), রুতুরাজ ৬৫*, রায়ডু ৩৯; চাহাল ১/২১, মরিস ১/৩৬

ফলাফলঃ চেন্নাই সুপার কিংস ৮ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ রুতুরাজ গায়কোয়াড় ( চেন্নাই সুপার কিংস)।

৯৭ ডেস্ক

Read Previous

বিসিবি প্রেসিডেন্টস কাপে পুরষ্কার জিতলেন যারা

Read Next

সাকিব কবে দেশে ফিরবেন জানালেন বিসিবি সভাপতি

Total
0
Share