বিসিবি প্রেসিডেন্টস কাপে পুরষ্কার জিতলেন যারা

বিসিবি প্রেসিডেন্টস কাপের চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ
Vinkmag ad

১১ অক্টোবর থেকে শুরু হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপের পর্দা নামল আজ (২৫ অক্টোবর)। দীর্ঘ বিরতির পর এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরেছে টাইগাররা। তিন দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ, রানার আপ হয়েছে নাজমুল একাদশ।

লিস্ট-এ ম্যাচের তকমা না পেলেও এই টুর্নামেন্টে ছিল প্রাইজমানির ছড়াছড়ি। চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ পেয়েছে ১৫ লাখ টাকা, রানার আপ নাজমুল একাদশ পেয়েছে সাড়ে ৭ লাখ টাকা।

টুর্নামেন্ট সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম পেয়েছেন ২ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার হয়েছেন যথাক্রমে ইরফান শুক্কুর, রুবেল হোসেন ও নুরুল হাসান সোহান। তারা পেয়েছেন ১ লাখ টাকা করে।

ফাইনালের ম্যাচ সেরা সুমন খান পেয়েছেন ১ লাখ টাকা।

এছাড়া ৫ জন ক্রিকেটার পেয়েছেন প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড। তারা পেয়েছেন ৫০ হাজার টাকা করে। টুর্নামেন্টের সেরা কামব্যাক প্লেয়ার হয়েছেন তাসকিন আহমেদ, প্রমিজিং প্লেয়ারের তকমা পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

এনজনজরে পুরষ্কার প্রাপ্তরা-

ফাইনালের সেরা ব্যাটসম্যান- ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)
ফাইনালের সেরা বোলার- সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)
ফাইনালের সেরা ফিল্ডার- নুরুল হাসান (মাহমুদউল্লাহ একাদশ)
ফাইনালের ম্যাচসেরা- সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)

টুর্নামেন্ট সেরা ক্রিকেটার- মুশফিকুর রহিম (নাজমুল একাদশ)
টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান- ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)
টুর্নামেন্ট সেরা বোলার- রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ)
টুর্নামেন্ট সেরা ফিল্ডার- নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)
টুর্নামেন্টের সেরা কামব্যাক- তাসকিন আহমেদ (তামিম একাদশ)

প্রমিজিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট- রিশাদ আহমেদ ( নাজমুল একাদশ)।
প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড- মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান (তামিম একাদশ), সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ), আফিফ হোসেন ধ্রুব ও তৌহিদ হৃদয় (নাজমুল একাদশ)।

৯৭ প্রতিবেদক

Read Previous

টেস্ট ক্রিকেটে ভবিষ্যত নেই, নতুন ভূমিকায় সালমান বাট

Read Next

পরাজয়ের বৃত্ত থেকে বের হল চেন্নাই

Total
0
Share