

ক্রিকেটের ৩ ফরম্যাটেই ভিরাট কোহলি মানেই রানের ফোয়ারা। সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন ভিরাট কোহলি। অনেকের চোখে সবার সেরা। তিন সংস্করণেই তার ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে। সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় তিনি আছেন তিন নম্বরে। এই কোহলিকেই পূর্ণাঙ্গ ক্রিকেটার মনে করছেন জো রুট।
ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুটের মতে, ক্রিকেটের তিন ফরম্যাটে ভিরাট কোহলি পূর্ণাঙ্গ একজন ক্রিকেটার। ভিরাটের ব্যাটে মুগ্ধ জো রুট। আর নিজের দেশের ক্রিকেটারদের মধ্যে জো রুটের পছন্দ জস বাটলারকে। জো রুট মনে করেন, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ইংল্যান্ডের সবচেয়ে ‘পরিপূর্ণ’ ব্যাটসম্যান জস বাটলার।
সম্প্রতি ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে জো রুট বলেছেন,
‘খুব সম্ভবত ক্রিকেটের তিন ফরম্যাটে ভিরাট পূর্ণাঙ্গ একজন ক্রিকেটার। তার দক্ষতা সত্যিই দুর্দান্ত। সবখানেই সে পারফেক্ট। চাইলেও তাকে স্পিন কিংবা পেস বোলিংয়ের বিপক্ষে দুর্বল বলা যাবে না।’
ইংলিশ তারকা ব্যাটসম্যান জো রুট নিজেকে ভিরাট কোহলি, কেন উইলিয়ামসন কিংবা স্টিভ স্মিথের সঙ্গে তুলনায় যেতে চান না। বরং এই তিন ব্যাটসম্যানের ব্যাটিং জো রুটকে মুগ্ধ করে, শেখায় অনেক কিছু। রুট বলেছেন,
‘আমি নিজেকে কোহলি, উইলিয়ামস, স্মিথের সঙ্গে তুলনা করতে চাই না। তবে এই তারকারা কীভাবে তিন ফরম্যাটে আলো ছড়ায় সেটাই আমাকে মুগ্ধ করে। আপনি দেখবেন তারা কতটা সাবলীলভাবে ক্রিকেট খেলছে। কোহলি, উইলিয়ামসন, স্মিথকে দেখে অনেক কিছু শেখাও যায়। আমি নিজেকে সে জায়গায় নিতে পারব কিনা জানি না।’