তামিমদের হয়ে ব্যাট করলেন রুবেল

সাফল্যের কৃতিত্ব মাহমুদউল্লাহকে দিলেন রুবেল
Vinkmag ad

বিসিবি প্রেসিডেন্টস কাপে ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় প্রথম পাঁচ জনই পেসার। সেরা দশেও স্পিনারের সংখ্যা মাত্র দুইজন। যা স্পষ্ট করে পুরো টুর্নামেন্টে পেসারদের কতটা দাপট ছিল। পেসারদের ভালো বোলিংয়ের বিপরীতে ব্যাটসম্যানরা ব্যর্থতার সাগরে ডুব দিয়েছেন খুব বাজেভাবে। তাদের ঢাল হয়ে সামনে এসেছেন পেসার রুবেল হোসেন। তার মতে দীর্ঘ বিরতির পর মাঠে নামাতেই জড়তা কাজ করেছে বেশিরভাগ ব্যাটসম্যানের।

পরিবর্তিত সূচিতে আগামীকাল (২৫ অক্টোবর) মাঠে গড়াচ্ছে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশের মধ্যকার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মাহমুদউল্লাহ একাদশের রুবেল হোসেন ফাইনালকে দেখছেন ফাইনালের মতই। কোন স্বীকৃত টুর্নামেন্ট না হলেও শিরোপা জয়ে বেশ গুরুত্বের সাথে নিচ্ছেন নাজমুল একাদশের বিপক্ষে ম্যাচটিকে।

আজ (২৪ অক্টোবর) এক ভিডিও বার্তায় রুবেল বলেন, ‘এটা তো আসলে ফাইনাল ম্যাচ। সেটা যে লেভেলেরই হোক না কেন ফাইনাল তো ফাইনালই। আমরা ফাইনাল নিয়ে অতটা চিন্তিত না। কারণ এর আগে আমরা অনেক ফাইনাল খেলেছি। আমাদের নরমাল প্রস্তুতি এর আগে যেভাবে ছিল এর আগের ম্যাচগুলোতে, সেভাবেই আমাদের প্রস্তুতি নেয়া আছে। আমরা যদি সবার ভূমিকা বুঝি এবং সবার পারফরম্যান্সটা সবাই দেখাতে পারি তাহলে ইন শা আল্লাহ ইতিবাচক ফলাফলই আসবে।’

ফাইনালে তাদের প্রতিপক্ষ নাজমুল একাদশ গ্রুপ পর্বে চার ম্যাচে তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। তরুণদের নিয়ে গড়া দলটিতে ম্যাচ জেতানো ক্রিকেটারের সংখ্যা কম নয়। তরুণ তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, ইরফান শুক্কুরদের সাথে অভিজ্ঞ মুশফিকুর রহিম, বল হাতে কাঁপন ধরাতে প্রস্তুত তাসকিন আহমেদও। তবে তাদের বিপক্ষে বোলারদের নিয়েই জয়ের ছক কষছে মাহমুদউল্লাহ একাদশ।

দলটির অভিজ্ঞ পেসার রুবেল যোগ করেন, ‘অবশ্যই কাল তো জয়ের জন্যই মাঠে আসবো। ফাইনাল ম্যাচ তো অবশ্যই জয় পেতে চাইবো। আর আমরা যারা পেস বোলাররা আছি সবাই যদি ভালো জায়গায় বোলিং করতে পারি এবং আমাদের যে গেম প্ল্যান আছে সেই অনুযায়ী সব কাজে লাগাতে পারি সুন্দরভাবে তাহলে ইন শা আল্লাহ ভালো হবে। আর পেস বোলাররা ভালো করলে আমাদের ব্যাটিংয়ের জন্য মনে হয় সহজ হবে।’

‘মুশফিক ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক ম্যাচ খেলেছি। আমরা জানি যে মুশফিক ভাই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। মুশফিক ভাইকে নিয়ে তো অবশ্যই আমাদের পরিকল্পনা আছেই। আমাদের দলের একটা পরিকল্পনা আছে যে কিভাবে তাঁকে বোলিং করতে পারি। সেই পরিকল্পনা অনুযায়ী চেষ্টা করবো বোলিং করব।’

টুর্নামেন্ট জুড়ে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও তাদের হয়ে কথা বলছেন ডানহাতি রুবেল, ‘সবমিলিয়ে টুর্নামেন্টে পেস বোলাররা ভালো ডমিনেট করছে। আপনি দেখবেন যে প্রত্যেকটি ম্যাচেই কিন্তু পেস বোলাররা ভালো বোলিং করছে। তাই আমার কাছে মনে হয় পুরো টুর্নামেন্ট জুড়েই পেস বোলাররা ভালো করছে।’

‘আর ব্যাটসম্যানরা অনেক দিন পরে মাঠে নেমেছে। আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ। কিছু কিছু ব্যাটসম্যান আছে যারা অভিজ্ঞ, যেমন মুশফিক ভাই অনেক ভালো করছে। একই সঙ্গে রিয়াদ ভাইও ভালো খেলছে। অনেকেই আছে যারা ভালো ব্যাটিং করছে। আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদের ফর্ম ঠিক হয়ে যাবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ফিফটি করে নিতিশ রানার ব্যতিক্রম উদযাপন

Read Next

দিল্লিকে পাত্তা না দিয়ে হারাল কোলকাতা

Total
0
Share