

মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের উদ্বোধনী জুটিতে চলতি আইপিএলে যেভাবে সাফল্য পাচ্ছেন লোকেশ রাহুল তাতে ভারতের সীমিত ওভারের ক্রিকেটে নতুন বিকল্প তৈরি হয়েছে। গায়ে টেস্ট ক্রিকেটার তকমা লাগা আগারওয়ালতো নিজেকে টেস্ট ক্রিকেটারের চেয়ে বেশি কিছু হিসেবে তুলে ধরেছেন বলে মত কিংস ইলেভেন পাঞ্জাব ফিল্ডিং কোচ জন্টি রোডসের।
১০ ম্যাচে ৫৪০ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে লোকেশ রাহুল। যেখানে সমান ম্যাচে ৩৯৮ রান নিয়ে তিন নম্বরে অবস্থান মায়াঙ্ক আগারওয়ালের।
সংবাদ সংস্থা এএনআই কে কিংস ইলেভেন পাঞ্জাব ফিল্ডিং কোচ দক্ষিণ আফ্রিকান সাবেক তারকা জন্টি রোডস বলেন, ‘এটি (রাহুল-আগারওয়াল জুটি) অবিশ্বাস্য এবং ভারতীয় ক্রিকেটের শক্তির ইঙ্গিত। যা কখনো কখনো কিছু তরুণ ক্রিকেটারের জন্য ক্ষতিকারক। রোহিত শর্মার কথাই ভাবুন ভারতীয় দলে জায়গা পেতে তার কত সময় লেগেছে।’
ভারতের জার্সিতে ১১ টেস্টে ৫৭.২৯ গড়ে মায়াঙ্ক আগারওয়াল রান করেছেন ৯৭৪, আছে ২৪৩ রানের একটি ইনিংসও। তবে ৩ ম্যাচের ওয়ানডে পরিসংখ্যান অবশ্য নাজুকই, ১২ গড়ে করতে পারেননি ৩৬ রানের বেশি। যদিও রঙ্গিন পোশাকে নিজেকে মেলে ধরার খুব বেশি সুযোগ না পাওয়া আগারওয়াল চলতি আইপিএলে ১৫০ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে ভিন্ন বার্তা দিয়েছেন।
জন্টি রোডস যোগ করেন, ‘মায়াঙ্কের (আগারওয়াল) মত ছেলে দেখিয়েছে যে সে একজন টেস্ট খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু। তবে লোকেশ রাহুল বেশ ধারাবাহিক। সে বহুমাত্রিক এবং এটা একজন ক্রিকেটারের জন্য খুব গুরুত্বপূর্ণ যে সব পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়। যারা মানিয়ে নিতে সক্ষম তারাই সফল হয়।’