ধোনি এবার তারুণ্য নির্ভর একাদশ নিয়ে মাঠে নামতে চান

দলের পেশাদারিত্ব নিয়ে অসন্তুষ্ট ধোনি
Vinkmag ad

এবারের আইপিএলে ‘পরাজয়’ যেনো চেন্নাই সুপার কিংসের ছায়া সঙ্গী হয়ে আছে। ১১ ম্যাচ খেলে যেখানে জয়ের সংখ্যা মাত্র ৩! হতাশ অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি এবার ইঙ্গিত দিলেন পরবর্তী ম্যাচে সিনিয়রের পরিবর্তে সেরা একাদশে আসবে তরুণ খেলোয়াড়। চলতি মৌসুম নিয়ে আর না ভেবে সামনের আইপিএল মৌসুমের জন্য দল প্রস্তুত করতে চান।

আইপিএল থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংস। প্লে অফে উঠতে হলে শেষ চার ম্যাচ জিততেই হত ধোনিদের। তবে গতরাতে মুম্বাইয়ের কাছে ফিরতি পর্বে হেরে সুপার কিংসের বাকি সমস্ত সম্ভাবনাও কার্যত থেমে গেল।

‌১২ বারের আইপিএলের মধ্যে দশবারই প্লে–অফে যায় চেন্নাই সুপার কিংস। নির্বাসন থাকায় মাঝে দু’‌বছর বাদ। এই ১০ বারের মধ্যে আবার আটবারের ফাইনালিস্ট। তিনবারের চ্যাম্পিয়ন। এককথায় আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল। কিন্তু ২০২০ সালের আইপিএলে এ যেন অন্য চেন্নাই। না ফর্মে আছেন মহেন্দ্র সিং ধোনি, না ফর্মে আছে তাঁর দল। ধোনি কি ব্যাটের পাশাপাশি নেতৃত্বগুণও হারিয়ে ফেলেছেন। যেভাবে একের পর এক ম্যাচে ফ্লপ কেদার যাদবকে ব্যাক করেছেন তিনি।

আইপিএলের ইতিহাসে প্রথমবার দশ উইকেটে হারল সুপার কিংস। ফলে প্লে–অফ থেকে কার্যত ছিটকেই গেলেন ধোনিরা। চলমান আইপিএল নিয়ে না ভেবে পরবর্তী আইপিএল আসরের জন্য দল প্রস্তুত করতে চায় চেন্নাই। ধোনি বলেছেন,

‘আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ হলো পরের বছরের জন্য নিজেদের পরিকল্পনা স্বচ্ছ রাখা। এখনো অনেক যদি-কিন্তু রয়েছে: যেমন নিলামটা কেমন হবে, টুর্নামেন্টের ভেন্যু কোথায় হবে? এসব বিষয় নিয়ে আরো ভালোভাবে সামনের বছরের যাত্রা শুরু করতে হবে।’

চেন্নাই সুপার কিংসকে বলা হত, ড্যাডি’স আর্মি! বয়স্ক ক্রিকেটারে বোঝাই স্কোয়াড হওয়ার কারণে এই বিশেষণ। তবে এই উপাধিই চলতি মৌসুমে চেন্নাইকে এমন অবস্থানে নিয়ে এসেছে। তাই ড্যাডি’স আর্মি ট্যাগ ফেলে পরের ম্যাচেই তারুণ্যনির্ভর একাদশ খেলাতে চান অধিনায়ক ধোনি,

“বেশ কিছু তরুণ আগামী মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। কারা ব্যাট করবে, কারা ডেথ ওভারে বোলিং করে চাপ শুষে নেবে- এই বিষয়ে। সামনের ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে থাকা তরুণদের সুযোগ দেওয়া হবে।”

‘একটা নির্দিষ্ট একাদশ করানোর লক্ষ্যে এতদিন যারা সুযোগ পায়নি, তাদের পরখ করে দেখাও জরুরি। তরুণদের যথেষ্ট সুযোগ দিতে হবে যেন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারে। তাই সামনের তিন ম্যাচ আদর্শ পরিস্থিতি বলা যায়। এমন পরিস্থিতিতে পড়তে ভালো লাগার কথা নয়। কিন্তু পরিস্থিতি যখন এমন হয়েছে, তাই এর সেরা ব্যবহার করাই ভালো। আর এটা অবশ্যই আমাদের আগামী বছরের প্রস্তুতির অংশ।’

৯৭ ডেস্ক

Read Previous

রফিক-উল হকের মৃত্যুতে বিসিবি সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

Read Next

মায়াঙ্ক-রাহুলের প্রশংসায় পঞ্চমুখ জন্টি রোডস

Total
0
Share