রফিক-উল হকের মৃত্যুতে বিসিবি সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

রফিক-উল হকের মৃত্যুতে বিসিবি সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
Vinkmag ad

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক আজ (২৪ অক্টোবর) পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সকাল সাড়ে ৮ টায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রফিক-উল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রক্তস্বল্পতাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগ নিয়ে গত ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই সাবেক অ্যাটর্নি জেনারেল। ২০ অক্টোবর থেকে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে আমরা শোকাহত। বিসিবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার অমূল্য আইনী পরামর্শ এবং সমর্থন আমরা পেয়েছি।’

‘তিনি ছিলেন এমন এক জ্ঞানী, যিনি বাংলাদেশের আইনী ব্যবস্থা ও বিচার বিভাগে অবর্ণনীয় অবদান রেখেছেন। আমি বিসিবির পক্ষে ব্যারিস্টার রফিক-উল হকের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।’

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও। ভিন্ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ব্যারিস্টার রফিক-উল- হক ছিলেন একজন সৎ, নির্ভীক ও দক্ষ আইনজীবি। তাঁর মৃত্যুতে দেশের আইনাঙ্গণে এক বিশাল শূণ্যতা তৈরি হলো।’

৯৭ প্রতিবেদক

Read Previous

শ্রীলঙ্কা যা দেয়নি, ওয়েস্ট ইন্ডিজকে তা দিতে চায় বিসিবি

Read Next

ধোনি এবার তারুণ্য নির্ভর একাদশ নিয়ে মাঠে নামতে চান

Total
0
Share