

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত নভেম্বরে বায়ু দূষণের কথা মাথায় রেখেই লাহোর থেকে ম্যাচগুলো সরিয়ে রাওয়ালপিন্ডিতে নেওয়া হচ্ছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে নভেম্বরের প্রথম দিকে টি-টোয়েন্টি সিরিজটি লাহোরে মাঠে গড়ানোর কথা ছিল। তবে নতুন করে পরিবর্তিত হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএলের) প্লে-অফের সাথে সিরিজটিও লাহোরের বাইরে চলে যাচ্ছে।
এক বিবৃতিতে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘গত দু সপ্তাহের বায়ু মানের পূর্বাভাসের দিকে গভীর নজর রেখেছিলাম আমরা। নভেম্বরে বায়ুর গুণগত মানের সম্ভাব্য অবনতি এবং বর্তমানে বায়ু দূষণের মাত্রা বাড়ায় লাহোরের নির্ধারিত ম্যাচগুলো আমরা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
‘বিপজ্জনক দূষণের শুরু ও বায়ু নিম্নমানের কারণে এই পর্যায়ে ম্যাচগুলো লাহোরে আয়োজন খুব বেশি ঝুকিপূর্ণ ছিল। লজিস্টিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সহজ হত মনে করেই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের স্বাস্থ সুরক্ষার বিষয়ে আমরা কোন ছাড় দিতে পারিনা এবং পারবোনা।’
খেলাগুলোর সাথে জড়িত সবার সুরক্ষা ও পিএসএলের বাকি ম্যাচগুলো নিরাপদে আয়োজনের লক্ষ্যেই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত। এ প্রসঙ্গে ওয়াসিম খান আরও যোগ করেন, ‘লাহোর থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি। জড়িত সবার ঝুঁকি কমানো ও পিএসএলের বাকি চারটি ম্যাচ, জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি নিরাপদে আয়োজন নিশ্চিত করতেই ভেন্যু পরিবর্তন জরুরী ছিল।’
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি লাহোর থেকে সরে রাওয়ালপিন্ডিতে সরে গেলেও পিএসএলের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে করোনা প্রভাবে স্থগিত হওয়া পিএসএলের বাকি অংশ।