

গত ২০ অক্টোবর তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। কিন্তু দেশে স্ট্যান্ডবাই হিসেবে থাকা ব্যাটসম্যান রেজিস চাকাভা ও টিমিসেন মারুমা কোভিড-১৯’ (করোনা ভাইরাস) টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন। হারারেতে এই দুই ক্রিকেটার আছেন আইসোলেশনে।
Zimbabwe have confirmed that two players, Regis Chakabva and Timycen Maruma, have tested positive for COVID-19.
Both players were on standby ahead of the tour to Pakistan, but were not part of the squad to travel. pic.twitter.com/HskHtpH3Zn
— ICC (@ICC) October 22, 2020
তাদের পর কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তাদের দুজন সাপোর্ট স্টাফও। পাকিস্তান সফরের জন্য ২৫ জনের প্রাথমিক দলের স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন এই ২ ক্রিকেটার। পাকিস্তান সফরের জন্য চূড়ান্ত দলে তাদের জায়াগা না হওয়ায় তারা হারারেতেই থেকে যান।
জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, হারারের ক্রিকেট একাডেমীতে চাকাভা ও মারুমা ছিলেন একই রুমে। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছেন। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।
পাকিস্তানের বিমানে ওঠার আগে একবার করোনা পরীক্ষা করা হয় জিম্বাবুয়ের ক্রিকেটারদের। ইসলামাবাদ পৌঁছানোর পর আরেক দফা পরীক্ষা হয়। দু’বারের কোভিড-১৯ টেস্টের ফলাফলই নেগেটিভ আসে স্কোয়াডে থাকা ২০ ক্রিকেটারের।
ইসলামাবাদে আগামি মঙ্গলবার আবার কোভিড-১৯ পরীক্ষায় যারা নেগেটিভ হবেন তাঁরা সঙ্গে সঙ্গে অনুশীলনে নেমে পড়তে পারবেন। আপাতত টিম হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা।
জিম্বাবুয়ে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিণ্ডিতে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ খেলবে। ৩০ অক্টোবর এবং ১ ও ৩ নভেম্বর ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। এরপর লাহোরে যাবে জিম্বাবুয়ে দল। সেখানে ৭, ৮ এবং ১০ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। কোভিড-১৯ মহামারির পর এটি হবে পাকিস্তানের মাটিতে এবং জিম্বাবুয়ের প্রথম আন্তর্জাতিক সিরিজ।