

ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার। এ বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত।
ভারতীয় খেলোয়াড়রা আইপিএল খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আইপিএল শেষে তারা সরাসরি সিডনিতে চলে যাবেন এবং সেখানে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
অস্ট্রেলিয়া সফরে ৪টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ২৭ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সুর শুরু করবে ভারত। সিডনিতে ১ম ২টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩য় ওয়ানডে এবং ১ম টি-টোয়েন্টি ম্যাচ হবে ক্যানবেরার মানুকা ওভালে। এরপর সিডনিতে বাকি ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
১৭ ডিসেম্বর অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট দিয়ে টেস্ট সিরিজ শুরু হবে। বক্সিং ডে টেস্ট হবে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, বিকল্প ভেন্যু হিসেবে অ্যাডিলেড থাকবে। পরবর্তী ২টি টেস্ট সিডনি ও ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার কোয়ারেন্টাইন ব্যবস্থার ব্যাপারে সম্মতি দিয়েছে নিউ সাউথ ওয়েলস সরকার। ক্রিকেটারদের সাথে অবশ্য তাদের স্ত্রী-সন্তানরা যেতে পারবেন না।
শেষবার অস্ট্রেলিয়া সফরে পরিবার নিয়ে যেতে পেরেছিল ভারত। সেবার প্রথমবারের মত অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিল ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জয় লাভ করেছিল ভারত। ওয়ানডেতেও ২-১ ব্যবধানে জিতেছিল তারা, তবে টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে অজিদের কাছে পরাজিত হয়।
সূচিঃ
১ম ওয়ানডেঃ ২৭ নভেম্বর- সিডনি ক্রিকেট গ্রাউন্ড
২য় ওয়ানডেঃ ২৯ নভেম্বর- সিডনি ক্রিকেট গ্রাউন্ড
৩য় ওয়ানডেঃ ১ ডিসেম্বর- মানুকা ওভাল (ক্যানবেরা)
১ম টি-টোয়েন্টিঃ ৪ ডিসেম্বর- মানুকা ওভাল (ক্যানবেরা)
২য় টি-টোয়েন্টিঃ ৬ ডিসেম্বর- সিডনি ক্রিকেট গ্রাউন্ড
৩য় টি-টোয়েন্টিঃ ৮ ডিসেম্বর- সিডনি ক্রিকেট গ্রাউন্ড
১ম টেস্টঃ ১৭-২১ ডিসেম্বর- অ্যাডিলেড ওভাল
২য় টেস্টঃ ২৬-৩০ ডিসেম্বর- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড
৩য় টেস্টঃ ৭-১১ জানুয়ারি- সিডনি ক্রিকেট গ্রাউন্ড
৪র্থ টেস্টঃ ১৫-১৯ জানুয়ারি- ব্রিসবেন