পিছিয়ে গেল বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল দেখাবে টেলিভিশনে
Vinkmag ad

তিন দল নিয়ে চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপ ২০২০ থেকে ছিটকে গেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন তামিম একাদশ। বাকি দুই দল নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ লড়বে ফাইনালে। আগামীকাল (২৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা ছিল এই ফাইনাল। তবে তা পিছিয়ে গেছে।

আগামী রবিবার (২৫ অক্টোবর) মাঠে গড়াবে এই ফাইনাল। মূলত আবহাওয়া পূর্বাভাসকে মাথায় রেখে পেছানো হয়েছে ফাইনাল। বৃষ্টির প্রকোপ দেখা গেছে বিসিবি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে। আগে থেকেই বৃষ্টির কথা মাথায় রেখে রিজার্ভ ডে রেখেছিল বিসিবি।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে এই তথ্য। সেখানে জানানো হয়েছে আগামী ৭২ ঘন্টার আবহাওয়া পূর্বাভাস আমলে এনে পেছানো হয়েছে ফাইনালের সময়।

রবিবার ফাইনাল শুরু হবে বেলা ১ টা ৩০ মিনিট থেকে।

প্রসঙ্গত, গ্রুপ পর্বে প্রতিটি দল খেলেছে ৪ টি করে ম্যাচ। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে নাজমুল একাদশ। ২ জয় নিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ একাদশ। কেবল ১ ম্যাচে জেতা তামিম একাদশ ছিটকে গেছে।

যথারীতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অফিশিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে দেখাবে ম্যাচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেইজ-https://www.facebook.com/bcbtigercricket/
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/channel/UCfUZd8UXSwlMfSTJfljGImQ

এছাড়া ফাইনালটি দেখানো হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তে।

মাহমুদউল্লাহ একাদশ-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনি।

স্ট্যান্ডবাইঃ সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

 

View this post on Instagram

 

কেমন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ? #Cricket

A post shared by cricket97 (@cricket97bd) on

নাজমুল (শান্ত) একাদশ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ডবাইঃ সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।

 

View this post on Instagram

 

কেমন হয়েছে নাজমুল (শান্ত) একাদশ? #Cricket

A post shared by cricket97 (@cricket97bd) on

৯৭ প্রতিবেদক

Read Previous

ব্রাভোর সর্বনাশে শেফার্ডের পৌষ মাস

Read Next

পারফর্ম করার ‘সিরিয়াস’ মনোভাব ছিল সবারঃ মাহমুদউল্লাহ

Total
25
Share