আইপিএল নিয়ে প্রত্যাশার কথা জানালেন সালমা-জাহানারা

চূড়ান্ত হল সালমা-জাহানারার আইপিএল দল
Vinkmag ad

বিসিসিআই আয়োজিত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ যা নারীদের আইপিএল নামে পরিচিত, বাংলাদেশ থেকে এবারের আসরে সুযোগ পেয়েছেন দুই ক্রিকেটার। ভেলোসিটির হয়ে খেলতে যাওয়া জাহানারা আলম দ্বিতীয়বার এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন। যেখানে প্রথমবারের মত অভিজ্ঞতা হবে সালমা খাতুনের, খেলবেন ট্রেইলব্লেজার্সের পক্ষে।

তবে আগামীকাল (২১ অক্টোবর) দেশ ছাড়ার আগে আজ (২০ অক্টোবর) দুজনেই একই লক্ষ্যের কথা জানালেন। নারীদের এত বড় আসরে খেলার সুযোগ পেয়ে নিজেদের সৌভাগ্যবান মানছেন সালমা-জাহানারা। বিদেশি বড় তারকাদের সতীর্থ কিংবা প্রতিপক্ষ হয়ে খেলার মধ্য দিয়ে অর্জিত অভিজ্ঞতা দেশে এসে সতীর্থদের সাথে ভাগাভাগি করতে চান দুজনেই।

এক ভিডিও বার্তায় আজ (২০ অক্টোবর) অলরাউন্ডার সালমা খাতুন বলেন, ‘যেহেতু এত বড় একটা আসরে যাচ্ছি নিজের প্রত্যাশাটা অনেক ভালো করার। যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি। যেহেতু অলরাউন্ডার হিসেবে যাচ্ছি সেহেতু দুই বিভাগেই ভালো করা চেষ্টা থাকবে।’

‘আমি যদি ভালো কিছু করতে পারি তবে অবশ্যই আমার দলের জন্য সহায়ক হবে। ওখান থেকে আসার পর দেশেও কাজে লাগাবো। যেহেতু ওখানে যাচ্ছি বাইরের অনেক প্লেয়ার থাকবে, বড় বড় প্লেয়ার তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে সেগুলো শিখে এসে আমাদের দেশে এপ্লাই করার চেষ্টা করবো।’

অন্যদিকে পেসার জাহানারা আলম বলেন, ‘আইপিএল একটা বড় প্ল্যাটফর্ম, আমার মনে হয় এখানে খেলার সৌভাগ্য সবার হয় না। আমি অনেক ভাগ্যবান এ দিক থেকে। এ ধরণের প্ল্যাটফর্মে বিশ্বের অনেক সেরা, বিশ্ব জয়ীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা সুযোগ হয়। তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয়।’

‘আমি আশা করি এই অভিজ্ঞতা ওখান থেকে অর্জন করে দেশে এসে আমার সতীর্থদের সাথে ভাগাভাগি করতে পারবো। আমার বিশ্বাস এই টুর্নামেন্ট খেলার পর আমার ক্যারিয়ারের কয়েক ধাপ এগিয়ে যাবো।’

টুর্নামেন্টে নিজের আলাদা লক্ষ্যের কথা জানাতে গিয়ে জাহানারা আরও যোগ করেন, ‘নির্দিষ্ট কোন লক্ষ্য নেই। একটা লক্ষ্য নিয়েই মাঠে নামি, নিজের সেরাটা দিয়ে ভালো খেলা এবং দলের জন্য অবদান রাখা। সুতরাং এবারও একই লক্ষ্য। গতবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গিয়েও হতে পারিনি। নিজেরও আফসোস রয়ে গেছে, ফাইনাল ম্যাচের ফাইনাল ওভারটা। এই ধরণের পরিস্থিতিতে আবার পড়লে নিজের সেরাটা দিয়ে দলের জয়ে অবদান রাখতে মনে প্রাণে চেষ্টা করবো।’

৯৭ প্রতিবেদক

Read Previous

মুশফিকের কম কথাতেও অনুপ্রাণিত শুক্কুর

Read Next

দল হারলেও ম্যাচসেরা রেকর্ড গড়া ধাওয়ান

Total
0
Share