আইপিএল ছেড়ে দেশে ফিরলেন কেভিন পিটারসেন

কেভিন পিটারসেন
Vinkmag ad

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন আজ শুক্রবার বাড়ি রওয়ানা হয়েছেন। তিনি চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কমেন্টারি প্যানেলে ছিলেন। পরিবারকে সময় দিতেই আইপিএল ছেড়ে ইংল্যান্ডে গেলেন বর্তমান সময়ের অন্যতম ধারাভাষ্যকার কেভিন পিটারসেন।

পিটারসেন তাঁর বাচ্চাদের সাথে সময় কাটানোর সিদ্ধান্ত নেন, তাই তিনি আইপিএলের মাঝ পথেই ধারাভাষ্য ছেড়ে দেশের বিমানে বসেন। তিনি লন্ডনেও পৌঁছে গেছেন এরমধ্যে। পিটারসনের স্ত্রী জেসিকা টেলর এবং তাদের দুটি সন্তান রয়েছে।

কেপি টুইট করে জানিয়েছেন, “আমি আইপিএল ছেড়েছি কারণ এই সময়ে আমার বাচ্চাদের হাফ টার্ম (স্কুল সেশনে এক সপ্তাহের ছুটি)। আমি তাদের সাথে বাড়িতে থাকতে চাই। এই বছরটি আজব ভাবে যাচ্ছে। এখন তাদের স্কুল ছুটি, তাই আমি সারা দিন, প্রতিদিন তাঁদের সাথে থাকতে চাই।”

ইংল্যান্ডের প্রাক্তন তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন ব্রডকাস্টিং টিমের সদস্য হিসেবে দুবাইয়ে এসেছিলেন আইপিএল শুরুর সময়ে।

৯৭ ডেস্ক

Read Previous

সোহানের লড়াইটা নিজের সাথে নিজের

Read Next

নতুন অধিনায়কে ভাগ্য বদলায়নি কোলকাতার

Total
0
Share