কোলকাতার অধিনায়কত্ব ছাড়লেন দিনেশ কার্তিক

শেষের রোমাঞ্চে জিতলো কোলকাতা নাইট রাইডার্স
Vinkmag ad

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে টসে আজ দেখা যাবে না দিনেশ কার্তিককে। তাঁকে সরিয়ে আইপিএলের এবারের আসরে কোলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হলেন এউইন মরগান।

কোলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট- এক বিবৃতিতে এই তথ্য জানায়। তাদের বক্তব্য, ‘নিজে থেকেই মরগ্যানের হাতে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন কার্তিক।’

আইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কোলকাতা।

নিজের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ দিনেশ কার্তিক। এই আইপিএলে কোলকাতা নাইট রাইডার্স যখনই ভালো পারফরম্যান্স করতে পারেননি, তখনই সমালোচনায় বিদ্ধ হয়েছে অধিনায়ক দিনেশ কার্তিক।

অনেকের প্রশ্ন ছিল, দলে বিশ্বকাপজয়ী অধিনায়ক থাকতে কেন কার্তিককে অধিনায়ক করা হবে? একাংশই কার্তিককে সরিয়ে এউইন মরগানের হাতে অধিনায়কত্বের ভার তুলে দেওয়ার দাবি তুলেছিলেন।

৯৭ ডেস্ক

Read Previous

মেহেদী-তাইজুলের প্রশংসা, দায় স্বীকার করছেন তামিম

Read Next

দুর্দান্ত ওয়াহাব রিয়াজ, ২১ রানে ৫ উইকেট

Total
0
Share