

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে। ৫টি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দল, আন্তর্জাতিক খেলোয়াড় ও করোনা বিধি বিধান মেনেই ১৫ দিনের এ টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
৭৫ জন বিদেশি খেলোয়াড় নিয়ে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর। টুর্নামেন্ট শুরু হবে ২১ নভেম্বর থেকে। ১৩ ডিসেম্বর ফাইনাল দিয়ে টুর্নামেন্টের ইতি ঘটবে। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দলগুলোর ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাভিন বিক্রমারত্নে।
যদিও শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় বিদেশি ক্রিকেটার ও কর্মচারিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের প্রতি জোর দিচ্ছে। খেলোয়াড়দের এ ব্যাপারে আগ্রহ রয়েছে বলে বিক্রমারত্নে আভাস দিয়েছেন। তিনি আশা করছেন সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলে কয়েকজন ক্রিকেটার সরাসরি এলপিএলে খেলতে আসবে।
এলপিএলের আয়োজকরা মঙ্গলবার ঘোষণা দিয়েছেন পাল্লেকেলে এবং হাম্বানটোটায় জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। কলোম্বোর খেত্তারামা স্টেডিয়াম এবং ডাম্বুলাতে করোনা পরিস্থিতির কারণে ম্যাচ আয়োজন নিশ্চিত নয়।
যদিও শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো নিয়ে এখনও কাঠখড় পোহাতে হয়। কেননা সেখানকার স্থানীয় টেলিভিশন বাজার খুবই ছোট পরিসরের। এছাড়াও প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের যথেষ্ট অভাব রয়েছে এখানে। এ সমস্যা নিরসনে এবার লঙ্কান ক্রিকেট বোর্ড দুবাই ভিত্তিক আইপিজি গ্রুপকে টুর্নামেন্ট আয়োজনের অংশ হিসেবে নিয়েছে।