তামিমের সঙ্গে ওপেন করতে মুখিয়ে আছেন তামিম

তামিমের সঙ্গে ওপেন করতে মুখিয়ে আছেন তামিম

ছবিঃ ডেইলি স্টার

Vinkmag ad

যুব বিশ্বকাপ জয়ী দলে ওপেনার তানজিদ হাসান তামিমের মধ্যে ভবিষ্যৎ তামিম ইকবালের ছায়া খুঁজে পেয়েছে অনেকেই। নামের সাথে দুজনের ব্যাটিং স্টাইলেও মিল আছে অনেকটা। দুজনেই বাঁহাতি ব্যাটসম্যান, গোড়াপত্তন করেন ইনিংসের।

তামিম ইকবালকে নিজের আদর্শ মানা তানজিদ হাসান তামিম স্বপ্ন দেখতেন একসাথে জুটি বেধে ব্যাটিং করার। এর আগে সাহস করে টাইগারদের ওয়ানডে অধিনায়কের সাথে সেভাবে কথা বলার সুযোগই হয়নি ছোট তামিমের। তবে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডে সিরিজে একই দলে হওয়ায় মেঘ না চাইতে বৃষ্টির মত স্বপ্ন ধরা দিচ্ছে।

কেবল কথাই নয় তামিম একাদশের হয়ে দুজনে ইনিংস শুরু করার অপেক্ষায়। ছোট তামিমের মত বড় তামিমও বেশ রোমাঞ্চিত একসাথে ব্যাটিং করতে। ইতোমধ্যে নেটে দেখে ছোট তামিমের উজ্জ্বল ভবিষ্যতও দেখে ফেলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে একসাথে ব্যাট করা ও একই দলে খেলবেন বলে নাম নিয়ে মধুর বিড়ম্বনার আশঙ্কা টাইগারদের ওয়ানডে কাপ্তানের।

আগামীকাল (১৩ অক্টোবর) মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে মাঠে নামার আগে তামিম একাদশের অধিনায়ক বলেন, ‘কালকে আরেক তামিমের সাথে ওপেন করবো; আমরা একটু দ্বিধান্বিত হয়ে যাই। এতোদিন তো সবাই তামিম ভাই বলে ডাকতো। এখন অনেকে ওকে তামিম বলে ডাকে; ফলে দুজনকেই তাকাতে হয়।’

‘আমি তাই বলেছি ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায়! ওকে যতোটা দেখলাম, ওর সাথে নেট শেয়ার করেছি, বেশ সম্ভাবনাময় খেলোয়াড়। আশা করি ও অনেক দূর যাবে আর আমি ওর সাথে কাল ওপেন করার জন্য অপেক্ষা করছি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

ডাক পেয়ে যেকারণে অবাক হয়েছেন সালমা খাতুন

Read Next

আক্ষেপ কম বাংলাদেশের, হতাশ শ্রীলঙ্কা দল

Total
67
Share