দর্শকদের মিস করবেন তামিম

দর্শকদের মিস করবেন তামিম
Vinkmag ad

কোন আন্তর্জাতিক সিরিজ বা ঘরোয়া টুর্নামেন্ট নয় তবে নিজেদের মধ্যে ভাগ হয়ে তিন দলীয় ওয়ানডে সিরিজে জাকজমকের নেই কমতি। আগামীকাল থেকে মাঠে গড়াতে যাওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ উন্মোচিত হয়েছে ট্রফি।

নিজেদের শক্তি, দুর্বলতা আর লক্ষ্য নিয়েও কথা বলেছে তিন অধিনায়ক। তামিম একাদশের দলপতি তামিম ইকবালের মতে এই টুর্নামেন্ট তরুণদের জাতীয় দলে ঢোকার দরজাও হতে পারে।

আগামীকাল প্রথম দিন অবশ্য ম্যাচ নেই তামিম একাদশের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ ও শান্ত (নাজমুল হোসেন) একাদশ। ফলে ১৩ অক্টোবর প্রথম ম্যাচ খেলার আগে বেশ ভালো সময় পাচ্ছে তামিম ইকবাল একাদশ। দুইটি অতিরিক্ত অনুশীলন সেশনে নিজেদের সমস্যা নিয়ে কাজ করা সম্ভব বলে মনে করেন তিনি।

এদিকে করোনা বাধা দূরে সরিয়ে প্রায় ৫০ জন ক্রিকেটার নিয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলতে নামাকে বেশ ভালো সুযগ হিসেবে দেখছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। ব্যক্তিগত দিক থেকে সবার জন্যই ভালো একোটা টুর্নামেন্ট হবে এমনটাই বিশ্বাস বাঁহাতি এই ওপেনারের।

আজ ট্রফি উন্মোচন শেষে তিনি বলেন, ‘ আমরা অনেক দিন পর ক্রিকেটে আসছি, একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট হবে। প্রায় ৫০/৬০ ক্রিকেটার আমরা এই টুর্নামেন্ট খেলব।’

‘ক্রিকেটে ফিরে আসছি এটা চিন্তা না করে আমার কাছে মনে হয় এখান আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু পেতে পারি। কারও যদি একটা ভালো টুর্নামেন্ট হয়, সে যদি খুব ভালো ব্যাটিং করে কিংবা বোলিংয়ে ভালো পারফরম্যান্স করে তাহলে তার জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে।’

‘এরকম যদি কোন তরুণ ক্রিকেটার থাকে তাহলে তাকে নিয়ে চিন্তা করতে পারে। এটা সবার জন্য একটা ভালো সুযোগ। এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করে নিজের জায়গাটা তৈরি করে নেয়া। আমার কাছে মনে হয় না যে এটাকে কেউ একটা অনুশীলন ম্যাচ কিংবা নরমাল একটা টুর্নামেন্ট বলে হিসেব করবে। বাংলাদেশের হয়ে যেমনটা সিরিয়াস থাকি ওই লেভেলের প্রতিযোগিতা হবে ইন শা আল্লাহ।’

টুর্নামেন্টে অন্য দলগুলোর মত শিরোপা জয়েই নজর তামিম ইকবালের। বাঁহাতি এই ব্যাটসম্যান যোগ করেন, ‘যেহেতু টুর্নামেন্টে আমরা একটা দল তাই চ্যাম্পিয়ন হওয়াই আমাদের ইচ্ছা। যেটা বললাম , ইচ্ছে তো সবারই থাকবে, কিন্তু দিনশেষে যে মাঠে ভালো খেলবে সেই জিতবে।’

তবে এমন একটা টুর্নামেন্টে মাঠে বসে খেলা দেখতে পারবে না বলে দর্শকদের জন্য আক্ষেপ ঝরেছে টাইগারদের ওয়ানডে অধিনায়কের কণ্ঠে। তামিম বলেন, ‘দর্শকদের অবশ্যই মিস করব, কারণ নরমালি আমরা এরকম টুর্নামেন্ট খেলতে পারি না। আমাদের ধরেন জাতীয় দলের ব্যস্ত সূচি থাকে, প্রিমিয়ার লিগ খেলি।’

‘তবে এরকম ওয়ানডে তিনটি দল ভাগ হয়ে খুব কম হয়। দেশের পরিস্থিতি যদি ভালো হতো অবশ্যই দর্শকরা খুব এনজয় করত। যা শুনছি খেলাগুলো ফেসবুক ও ইউটিউবে দেখাবে। আশা করি দর্শকরা ঘরে বসে এনজয় করবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বিসিবি প্রেসিডেন্টস কাপ: সরাসরি ফেসবুকে, ধারাবিবরণী বেতারে

Read Next

দল নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ রিয়াদ

Total
24
Share