

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন তার চোখে সর্বকালের সেরা ৫ টি টোয়েন্টি বোলারের নাম প্রকাশ করেছেন। টি-টোয়েন্টি স্টার্স নামে ওয়াটসন তার নিজস্ব ইউটিউব পেইজে সেরা টি-টোয়েন্টি বোলারদের নিয়ে কথা বলেন।
১. লাসিথ মালিঙ্গাঃ
দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা বজায় রাখা লাসিথ মালিঙ্গা তার প্রথম পছন্দের বোলার। যেকোন সময় দলকে উইকেট এনে দেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। ইয়র্কার দিতে সবচেয়ে বেশি পারদর্শী মালিঙ্গা।
এছাড়া স্লোয়ার, অফ কাটার, ইনসুইংগার, আউট সুইংগারসহ বিভিন্ন ধরণের ভ্যারিয়েশন তার বোলিংয়ে দেখা যায়। পাওয়ারপ্লে এবং স্লগ ওভারে অধিনায়কদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য বোলার মালিঙ্গা।
শ্রীলঙ্কার হয়ে ৮৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২০.৭৯ গড় এবং ৭.৪২ ইকোনমিতে ১০৭ উইকেট নিয়েছেন মালিঙ্গা। এছাড়াও আইপিএলে ১২২টি ম্যাচ খেলে ১৯.৭৯ গড় এবং ৭.১৪ ইকোনমিতে ১৭০ উইকেট নিয়েছেন।
২. শহীদ আফ্রিদিঃ
ওয়াটসনের মতে শহীদ আফ্রিদি টি-টোয়েন্টিতে একদমই আদর্শমানের বোলার। ব্যাটিংয়ের মত বোলিংয়েও বেশ আক্রমণাত্বক আফ্রিদি। মাঝের ওভারগুলোতে বিপক্ষ দলকে চাপে রাখা এবং দ্রুত উইকেট নেওয়াতে বেশ পারদর্শী ছিলেন।
লেগ স্পিন, গুগলি এবং দ্রুতগতিতে বল করতে পারতেন। ইকোনমিকাল বোলিংয়ে দারুণ ভূমিকা রাখতেন আফ্রিদি। পাকিস্তানের হয়ে ৯৯টি আন্তর্জাতিক টিটোয়েন্টি ম্যাচ খেলে ২৪.৪৫ গড়ে ৯৮টি উইকেট পেলেও টি টোয়েন্টিতে তার ইকোনমি বেশ ভালো, ৬.৬৩।
৩. জাসপ্রীত বুমরাহঃ
ওয়াটসনের ভাষায় বুমরাহ হলেন টি-টোয়েন্টির জন্য আদর্শ প্যাকেজ। মাত্র ২৬ বছরের এই তরুণ ইতোমধ্যে দুর্দান্ত বোলার হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়ে গেছেন। তার ইয়র্কার লেংথের বোলিং চোখে পড়ার মত। এছাড়াও তিনি স্লোয়ার, অফ কাটার, বাউন্সার দেওয়ার ক্ষেত্রে বেশ পারদর্শী।
বর্তমান ভারতীয় দলের তিন ফরম্যাটের নির্ভরযোগ্য এই বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৯টি ম্যাচ খেলে ২০.২৫ গড় এবং ৬.৬৭ ইকোনমিতে ৫৯টি উইকেট নিয়েছেন। আইপিএলে ৮৩টি ম্যাচে ২৫.৫৮ গড় এবং ৭.৬১ ইকোনমিতে ৯৩টি উইকেট শিকার করেছেন।
৪. ডোয়াইন ব্রাভোঃ
কিছুদিন আগেই সব ধরণের টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে ৫০০ উইকেটের মালিক হয়েছেন ডোয়াইন ব্রাভো। বর্তমান বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ টি টোয়েন্টি বোলার বলা হয় ব্রাভোকে। ইয়র্কার, স্লোয়ার, ক্রস সিম বোলিংয়ে বেশ দক্ষ এ বোলার যেকোন দলের জন্য উপযুক্ত সম্পদ।
দলের জন্য প্রয়োজনীয় মুহুর্তগুলোতে উইকেট এনে দেওয়া এবং প্রতিপক্ষের রান আটকে দেওয়ার ক্ষেত্রে ব্রাভো অতুলনীয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২৭.১২ গড় এবং ৮.৩৪ ইকোনমিতে ৫৯টি উইকেট নিয়েছেন। আইপিএলে ১৩৬টি ম্যাচে ২৫.০৬ গড় এবং ৮.৩৯ ইকোনমিতে ১৪৭টি উইকেট শিকার করেছেন।
৫. সুনীল নারাইনঃ
যদিও তার বোলিং অ্যাকশনে ত্রুটি ছিল, তবুও তার বোলিং টি-টোয়েন্টির জন্য সবচেয়ে উপযোগী। ওয়েস্ট ইন্ডিয়ান এ অলরাউন্ডারের স্পিন একুরেসি অসাধারণ। যেকোন সময়ে গুরুত্বপূর্ণ উইকেট এনে দেওয়ার পাশাপাশি ইকোনমিকাল বোলিংয়ে ঈর্ষণীয় পারফরম্যান্স নারাইনের। ৫১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২১.২৫ গড় এবং ৬.০২ ইকোনমিতে ৫২ উইকেট নিয়েছেন নারাইন। আইপিএলে ১১৪টি ম্যাচ খেলে ২৩.৯ গড় এবং ৬.৭৩ ইকোনমিতে ১২৪ উইকেট নিয়েছেন এ স্পিনার।