

শারজাহ স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বলেন দলে তিনজন পাওয়ার হিটার থাকা সৌভাগ্যের।
খেলোয়াড়দের অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে সানরাইজার্সকে ৩৪ রানে হারায় মুম্বাই। প্রথমে ব্যাটিংয়ে নেমে সানরাইজার্সের বোলারদের তুলোধুনো করে ২০৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় মুম্বাই। এই স্কোর পরবর্তীতে বোলারদের কাজকে সহজ করে দেয়।
কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া দ্রুততার সাথে যথাক্রমে ২৫* ও ২৮ রান করেন। শেষদিকে ক্রুনাল পান্ডিয়া ঝড়ো গতিতে মাত্র ৪ বলে ২০* রান করেন। কুইন্টন ডি কক ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলের স্কোর বড় করতে সহায়ক ভূমিকা পালন করেন।
‘উইকেট বেশ ভালো ছিল কিন্তু কিছুটা ধীরগতির। এক্ষেত্রে আমাদের ২০০+ রান করাটা অনেক ভালো চেষ্টা ছিল। আমরা প্রথমে কত রান করবো, সেটা নির্দিষ্ট ছিল না। ভালো স্কোর করার পর বাকি কাজটা আমাদের বোলাররাই করেছে। ব্যাটসম্যান ও বোলারদের যা করণীয়, সেটাই তারা ভালোভাবে করেছে। আমি ভালো রান করার সুযোগ হাতছাড়া করেছি। তবে আপনি যখন যে সুযোগ পাবেন, সেটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। স্কোরবোর্ডে ভালো রান তোলার জন্য ছেলেদের কৃতিত্ব দিতেই হয়,’ খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
‘খেলার পরিস্থিতি অনুযায়ী মিডল অর্ডারের উপর আমাদের ভরসা ছিল। দলে তিনজন পাওয়ার হিটারকে পাওয়া সৌভাগ্যের। আজ ক্রুনাল তার ঝলক দেখিয়ে দিলো।’
মুম্বাইয়ের জাসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট এবং জেমস প্যাটিনসন প্রত্যেকেই ২টি করে উইকেট নিয়ে দলের জয়ের পথ সুগম করেন।
‘বোলিং পরিকল্পনা কখনো কাজ করবে, কখনো করবে না। কিন্তু আপনাকে জায়গা মত সেরা বল করতে হবে। আমাদের বোলারদের উপর কোন ধরণের চাপ ছিল না এবং আমার নিজস্ব কোন পরিকল্পনা তাদের উপর ঢেলে দেইনি। আমি চেয়েছিলাম তারা তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী বল করুক এবং আমি তাদের কথামত ফিল্ডিং সাজাই। দলে এমন বিশ্বমানের বোলিং লাইনআপ থাকায় আমি বেশ আনন্দিত,’ বলেন রোহিত।