

বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) সেক্রেটারি জয় শাহ স্বাক্ষরিত এক চিঠি পৌছেছে ভারতীয় স্টেট অ্যাসোসিয়েশনগুলোতে। যেখানে লেখা আছে বিসিসিআই এর নিয়ম নীতি অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের আগে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে না বিসিসিআই।
এমনিতে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবার কথা ছিল এই এজিএম। যা এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত।
বিসিসিআই তামিল নাড়ু সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯৭৫ এর অধীনে নিবন্ধিত। জয় শাহ স্বাক্ষরিত স্টেট অ্যাসোসিয়েশনগুলোতে পাঠানো চিঠিতে লেখা আছে ২৯ জুলাই, ২০২০ এ তামিল নাড়ু সরকারের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা তাদের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট এর অধীনে নিবন্ধিত সংস্থাগুলোকে ৩ মাসের মধ্যে (সেপ্টেম্বর, ২০২০- ডিসেম্বর, ২০২০) এজিএম করতে হবে।
আবার সেখানে উল্লেখ আছে সভা অনলাইনে হতে পারবে না। করোনা পরিস্থিতিতে অনলাইনে ছাড়া সভা করার পরিস্থিতি নেই বলে মনে করছে বিসিসিআই।
এর আগে বিসিসিআইয়ের এজিএম অনুষ্ঠিত হয়েছিল গেলবছরের অক্টোবরে।